টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

প্রতিনিধি
টাঙ্গাইল
Thumbnail image

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত ও ছেলে আহত হয়েছে। আহত ছেলে দিবস দাসকে (৮) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভতি করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উপজেলার পৌলী নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)।

জানাগেছে,শনিবার রাতে স্বামী-স্ত্রী ও তাদের আট বছরের ছেলে দিবস দাসকে সাথে নিয়ে মহাসড়কের পৌলী নামকস্থানে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত নামা গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা মারা যায়। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবস দাসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পর সেখানে রঞ্জিত দাস মারা যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো:শরীফ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্ঘটনা নিয়ে আরও পড়ুন

এই নির্বাচনে শহরটিতে বসবাসরত প্রথম কোনো প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম প্রার্থী যিনি কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

২৩ দিন আগে

চ্যানেল টোয়েন্টিফোরের সাথে কনটেন্ট চুক্তি সই করল মাইগ্রেশন কনসার্ন লিমিটেড। মঙ্গলবার (১৯ আগস্ট) চ্যানেল টোয়েন্টিফোরের তেজগাঁও অফিসে প্রতিষ্ঠানটির ডিজিটাল টিমের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

২৪ দিন আগে

এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

১৩ আগস্ট ২০২৫

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী

১০ আগস্ট ২০২৫