সড়কে নিভে গেল দুই প্রাণ

প্রতিনিধি
পাবনা
Thumbnail image
শিশু জুনায়েদের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : সংগৃহীত

পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সোলায়মান (৩২) ও তার ছেলে জুনায়েদ আহমেদ (৪)। তারা উপজেলার পাথরঘাটা এলাকার ইদ্রিসের ছেলে ও নাতি।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সোলায়মান ও তার ছেলে জুনায়েদ মোটরসাইকেলে খান মরিচ ইউনিয়নের সুলতানপুর এলাকার জুনায়েদের নানাবাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে জুনায়েদের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে সোলায়মানের শরীরের বাঁ পাশ দিয়ে ট্রাকের চাকা চলে গেলে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সোলায়মানকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে টাঙ্গাইল এলাকায় পৌঁছলে তিনি মারা যান। এ ঘটনায় সোলায়মানের বাবা ভাঙ্গুড়া থানায় একটি মামলা করেছেন।

সোলায়মানের চাচা আনিসুর রহমান বলেন, জুনায়েদ ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়। সোলায়মানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল এলাকায় মারা যান।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি মামলা করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্ঘটনা নিয়ে আরও পড়ুন

বিএনপির ৩১ দফা এখন জনগণের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের ভোটাধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে

৫ দিন আগে

ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন ফ্রান্স শাখার নতুন কমিটি (২০২৫-২০২৮) এর পরিচিতি সভা গত রোববার (১৩ জুলাই ) ক্যাতসিমার বটতলা মিলনায়াতনে অনুষ্ঠিত হয়েছে ।

১০ দিন আগে

প্রবাসী অধ্যুষিত মিশনগুলোতে লোকবল বাড়ানো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার

১৫ দিন আগে

সোমবার (৭ জুলাই) দিনগত গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানিতলার হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৮ দিন আগে