কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ২২ বর্ষপূর্তি উৎসব

প্রতিনিধি
কিশোরগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

"হিতের সহিত যা বিদ্যমান তাহাই সাহিত্য" স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত সাপ্তাহিক (১২৪৯ তম) সভার মধ্য দিয়ে ২২ বর্ষপূর্তি উৎসব উদযাপন করেছে।

২২ বর্ষপূর্তি উৎসব পালন উপলক্ষে শনিবার (১৭ মে) সকালে শহরের কালিবাড়ি সংলগ্ন নরসুন্দা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ এসোসিয়েশনের বার বার নির্বাচিত মহাসচিব ঢাকা বিভাগের সাবেক স্পেশাল জজ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।

উক্ত, আলোচনা সভায় কবি ও সাবেক ব্যাংক কর্মকর্তা সংগঠনের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - অবসরপ্রাপ্ত সিভিল সার্জন অধ্যক্ষ ডা. আতিকুল সারোয়ার, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন - বিআরডিবির উপ-পরিচালক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান ভূইয়া।

ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক ও বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এড. নিজাম উদ্দিনের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, কবি সাদিয়া জাহান রেজা প্রমূখ। অনুষ্ঠানে, সাপ্তাহিক ভোরের আলো সাহিত্য আসরের প্রতি আন্তরিকতা ও সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতি স্বরূপ কন্ঠশিল্পী মাজহারুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান জুড়েই কবি, সাহিত্যিক ও লেখকরা স্বরচিত লেখা পাঠ করে সাপ্তাহিক (১২৪৯ তম) সভা/২২ বর্ষপূর্তি উৎসব মাতিয়ে রাখেন। এসময় ভোরের আলো সাহিত্য আসরের বিভিন্ন পর্যায়ের কলাকুশলী ছাড়াও কবি-সাহিত্যিক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আরও পড়ুন

এই নির্বাচনে শহরটিতে বসবাসরত প্রথম কোনো প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম প্রার্থী যিনি কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

২৩ দিন আগে

চ্যানেল টোয়েন্টিফোরের সাথে কনটেন্ট চুক্তি সই করল মাইগ্রেশন কনসার্ন লিমিটেড। মঙ্গলবার (১৯ আগস্ট) চ্যানেল টোয়েন্টিফোরের তেজগাঁও অফিসে প্রতিষ্ঠানটির ডিজিটাল টিমের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

২৪ দিন আগে

এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

১৩ আগস্ট ২০২৫

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী

১০ আগস্ট ২০২৫