কিশোরগঞ্জ

"হিতের সহিত যা বিদ্যমান তাহাই সাহিত্য" স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত সাপ্তাহিক (১২৪৯ তম) সভার মধ্য দিয়ে ২২ বর্ষপূর্তি উৎসব উদযাপন করেছে।
২২ বর্ষপূর্তি উৎসব পালন উপলক্ষে শনিবার (১৭ মে) সকালে শহরের কালিবাড়ি সংলগ্ন নরসুন্দা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ এসোসিয়েশনের বার বার নির্বাচিত মহাসচিব ঢাকা বিভাগের সাবেক স্পেশাল জজ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।
উক্ত, আলোচনা সভায় কবি ও সাবেক ব্যাংক কর্মকর্তা সংগঠনের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - অবসরপ্রাপ্ত সিভিল সার্জন অধ্যক্ষ ডা. আতিকুল সারোয়ার, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন - বিআরডিবির উপ-পরিচালক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান ভূইয়া।
ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক ও বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এড. নিজাম উদ্দিনের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, কবি সাদিয়া জাহান রেজা প্রমূখ। অনুষ্ঠানে, সাপ্তাহিক ভোরের আলো সাহিত্য আসরের প্রতি আন্তরিকতা ও সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতি স্বরূপ কন্ঠশিল্পী মাজহারুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান জুড়েই কবি, সাহিত্যিক ও লেখকরা স্বরচিত লেখা পাঠ করে সাপ্তাহিক (১২৪৯ তম) সভা/২২ বর্ষপূর্তি উৎসব মাতিয়ে রাখেন। এসময় ভোরের আলো সাহিত্য আসরের বিভিন্ন পর্যায়ের কলাকুশলী ছাড়াও কবি-সাহিত্যিক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

"হিতের সহিত যা বিদ্যমান তাহাই সাহিত্য" স্লোগানকে ধারণ করে কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত সাপ্তাহিক (১২৪৯ তম) সভার মধ্য দিয়ে ২২ বর্ষপূর্তি উৎসব উদযাপন করেছে।
২২ বর্ষপূর্তি উৎসব পালন উপলক্ষে শনিবার (১৭ মে) সকালে শহরের কালিবাড়ি সংলগ্ন নরসুন্দা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জজ এসোসিয়েশনের বার বার নির্বাচিত মহাসচিব ঢাকা বিভাগের সাবেক স্পেশাল জজ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।
উক্ত, আলোচনা সভায় কবি ও সাবেক ব্যাংক কর্মকর্তা সংগঠনের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে ও ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - অবসরপ্রাপ্ত সিভিল সার্জন অধ্যক্ষ ডা. আতিকুল সারোয়ার, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহ্বায়ক ইফতেখার আহমেদ বাবুল। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন - বিআরডিবির উপ-পরিচালক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান ভূইয়া।
ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক ও বিআরডিবির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা এড. নিজাম উদ্দিনের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান, কবি সাদিয়া জাহান রেজা প্রমূখ। অনুষ্ঠানে, সাপ্তাহিক ভোরের আলো সাহিত্য আসরের প্রতি আন্তরিকতা ও সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতি স্বরূপ কন্ঠশিল্পী মাজহারুল ইসলামকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান জুড়েই কবি, সাহিত্যিক ও লেখকরা স্বরচিত লেখা পাঠ করে সাপ্তাহিক (১২৪৯ তম) সভা/২২ বর্ষপূর্তি উৎসব মাতিয়ে রাখেন। এসময় ভোরের আলো সাহিত্য আসরের বিভিন্ন পর্যায়ের কলাকুশলী ছাড়াও কবি-সাহিত্যিক, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘যারা আমাকে বা অন্য যে কারো নামে ৮-১০টা বিবাহ করেছে বলে খারাপ মন্তব্য করেন। তাদেরকে একটি কথা বলব: আজ নাস্তিক, মুরতাদদের সুরে সুর মিলিয়ে আপনিও যদি অনেকগুলো বিবাহ এবং তালাককে জঘন্য বলেন, আর বর্তমান সময় এটা বুঝিয়ে দেন যে, যাদের জীবনে অনেকগুলো বিয়ে হয়েছে তারা খারাপ মানুষ
১০ দিন আগে
চারটি সহকারী হাই কমিশনার পদে ভারত যাদের মনোনীত করেছে, সেই কূটনীতিবিদদের নামের তালিকাও বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক সপ্তাহ আগেই পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখন সেই নামগুলোতে সবুজ সংকেত এলেই এই চারজন সহকারী হাই কমিশনার তাদের নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব নেবেন
২১ দিন আগে
নিহতদের সবার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। ইংরেজি দৈনিক টাইমস অব ওমান এক প্রতিবেদনে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে
২২ দিন আগে
জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়
২৪ দিন আগে‘যারা আমাকে বা অন্য যে কারো নামে ৮-১০টা বিবাহ করেছে বলে খারাপ মন্তব্য করেন। তাদেরকে একটি কথা বলব: আজ নাস্তিক, মুরতাদদের সুরে সুর মিলিয়ে আপনিও যদি অনেকগুলো বিবাহ এবং তালাককে জঘন্য বলেন, আর বর্তমান সময় এটা বুঝিয়ে দেন যে, যাদের জীবনে অনেকগুলো বিয়ে হয়েছে তারা খারাপ মানুষ
চারটি সহকারী হাই কমিশনার পদে ভারত যাদের মনোনীত করেছে, সেই কূটনীতিবিদদের নামের তালিকাও বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক সপ্তাহ আগেই পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখন সেই নামগুলোতে সবুজ সংকেত এলেই এই চারজন সহকারী হাই কমিশনার তাদের নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব নেবেন
নিহতদের সবার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। ইংরেজি দৈনিক টাইমস অব ওমান এক প্রতিবেদনে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে
জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়