৩১ দফা বাস্তবায়নে রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপি‘র দলীয় সভা

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫: ১২
Thumbnail image
ছবি:ফাইল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ‘প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’ এই শ্লোগানে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্দেগ্যে রাজধানী রিয়াদে ইয়াসমিন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে - সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও আব্দুর রাজ্জাক গাজীর যৌথ সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা বশির সরকার।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলম, শরীফ হোসেন খান , আবুল হোসেন তালুকদার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি স্বনির্ভর বাংলাদেশ ঘোড়ার রূপকার ছিলেন তিনি, বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে স্বনির্ভর বাংলাদেশ এবং দেশের সাধারণ মানুষের কল্যানে কাজ করেছেন প্রধানমন্ত্রী থাকাকালীন। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া

বিএনপির ৩১ দফা এখন জনগণের প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের ভোটাধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে। আমরা দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে এই পরিবর্তনের যাত্রায় এগিয়ে যেতে চাই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সকল নেতাকর্মীদের অন্যান্য দলের রাজনৈতিক চক্রান্ত থেকে সতর্ক থাকতে এবং প্রবাসীদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রবাস নিয়ে আরও পড়ুন

‘যারা আমাকে বা অন্য যে কারো নামে ৮-১০টা বিবাহ করেছে বলে খারাপ মন্তব্য করেন। তাদেরকে একটি কথা বলব: আজ নাস্তিক, মুরতাদদের সুরে সুর মিলিয়ে আপনিও যদি অনেকগুলো বিবাহ এবং তালাককে জঘন্য বলেন, আর বর্তমান সময় এটা বুঝিয়ে দেন যে, যাদের জীবনে অনেকগুলো বিয়ে হয়েছে তারা খারাপ মানুষ

১০ দিন আগে

চারটি সহকারী হাই কমিশনার পদে ভারত যাদের মনোনীত করেছে, সেই কূটনীতিবিদদের নামের তালিকাও বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক সপ্তাহ আগেই পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখন সেই নামগুলোতে সবুজ সংকেত এলেই এই চারজন সহকারী হাই কমিশনার তাদের নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব নেবেন

২১ দিন আগে

নিহতদের সবার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। ইংরেজি দৈনিক টাইমস অব ওমান এক প্রতিবেদনে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে

২২ দিন আগে

জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়

২৪ দিন আগে