চলন্ত বাসে নারীর সঙ্গে অশোভন আচরণ,
মেহেদী হাসান

মালয়েশিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীর সাথে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটেছে মেলাকা সেন্ট্রালগামী একটি এক্সপ্রেস বাসে।
ভুক্তভোগী ওই নারী অনেকবার নিষেধ করা সত্ত্বেও নিষেধ অমান্য করে ঘুমের ভান ধরে বারবার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে ওই বাংলাদেশি।
এতে করে ওই নারী রাগান্বিত হয়ে নিজেই এই ঘটনার ভিডিও ধারণ করেন এবং বাসের ড্রাইভার ও সুপারভাইজারকে বলতে বাধ্য হয় , যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় এক নারী ওই বাসে অভিযুক্তের পাশের আসনে বসেছিলেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ওই বাংলাদেশি যুবক নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অনুমতি ছাড়াই হাত দিচ্ছেন। ওই নারী তাৎক্ষণিকভাবে এই অশালীন আচরণের প্রমাণ হিসেবে ভিডিওটি ধারণ করেন।বাসটি গন্তব্যে পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাস থেকে নামার সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযুক্ত বাংলাদেশি যুবকের মুখোমুখি হন এবং ক্ষুব্ধ কণ্ঠে তাকে তিরস্কার করেন। এই বাকবিতণ্ডা বাসের অন্য যাত্রীরাও প্রত্যক্ষ করেন।
ভুক্তভোগী নারী পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
এই ঘটনাটি গণপরিবহনে নারীদের নিরাপত্তা এবং যৌন হয়রানি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। তাছাড়া এই অশোভন আচরণের জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মনে করছেন নেটিজেনরা। তারা বলেছেন, এমন হাতে গোনা কিছু সংখ্যক বাংলাদেশির জন্য বিপদে পড়ছেন লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী।

মালয়েশিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীর সাথে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটেছে মেলাকা সেন্ট্রালগামী একটি এক্সপ্রেস বাসে।
ভুক্তভোগী ওই নারী অনেকবার নিষেধ করা সত্ত্বেও নিষেধ অমান্য করে ঘুমের ভান ধরে বারবার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে ওই বাংলাদেশি।
এতে করে ওই নারী রাগান্বিত হয়ে নিজেই এই ঘটনার ভিডিও ধারণ করেন এবং বাসের ড্রাইভার ও সুপারভাইজারকে বলতে বাধ্য হয় , যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় এক নারী ওই বাসে অভিযুক্তের পাশের আসনে বসেছিলেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ওই বাংলাদেশি যুবক নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অনুমতি ছাড়াই হাত দিচ্ছেন। ওই নারী তাৎক্ষণিকভাবে এই অশালীন আচরণের প্রমাণ হিসেবে ভিডিওটি ধারণ করেন।বাসটি গন্তব্যে পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাস থেকে নামার সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযুক্ত বাংলাদেশি যুবকের মুখোমুখি হন এবং ক্ষুব্ধ কণ্ঠে তাকে তিরস্কার করেন। এই বাকবিতণ্ডা বাসের অন্য যাত্রীরাও প্রত্যক্ষ করেন।
ভুক্তভোগী নারী পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।
এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
এই ঘটনাটি গণপরিবহনে নারীদের নিরাপত্তা এবং যৌন হয়রানি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। তাছাড়া এই অশোভন আচরণের জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মনে করছেন নেটিজেনরা। তারা বলেছেন, এমন হাতে গোনা কিছু সংখ্যক বাংলাদেশির জন্য বিপদে পড়ছেন লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী।

‘যারা আমাকে বা অন্য যে কারো নামে ৮-১০টা বিবাহ করেছে বলে খারাপ মন্তব্য করেন। তাদেরকে একটি কথা বলব: আজ নাস্তিক, মুরতাদদের সুরে সুর মিলিয়ে আপনিও যদি অনেকগুলো বিবাহ এবং তালাককে জঘন্য বলেন, আর বর্তমান সময় এটা বুঝিয়ে দেন যে, যাদের জীবনে অনেকগুলো বিয়ে হয়েছে তারা খারাপ মানুষ
১০ দিন আগে
চারটি সহকারী হাই কমিশনার পদে ভারত যাদের মনোনীত করেছে, সেই কূটনীতিবিদদের নামের তালিকাও বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক সপ্তাহ আগেই পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখন সেই নামগুলোতে সবুজ সংকেত এলেই এই চারজন সহকারী হাই কমিশনার তাদের নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব নেবেন
২২ দিন আগে
নিহতদের সবার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। ইংরেজি দৈনিক টাইমস অব ওমান এক প্রতিবেদনে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে
২২ দিন আগে
জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়
২৫ দিন আগে‘যারা আমাকে বা অন্য যে কারো নামে ৮-১০টা বিবাহ করেছে বলে খারাপ মন্তব্য করেন। তাদেরকে একটি কথা বলব: আজ নাস্তিক, মুরতাদদের সুরে সুর মিলিয়ে আপনিও যদি অনেকগুলো বিবাহ এবং তালাককে জঘন্য বলেন, আর বর্তমান সময় এটা বুঝিয়ে দেন যে, যাদের জীবনে অনেকগুলো বিয়ে হয়েছে তারা খারাপ মানুষ
চারটি সহকারী হাই কমিশনার পদে ভারত যাদের মনোনীত করেছে, সেই কূটনীতিবিদদের নামের তালিকাও বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক সপ্তাহ আগেই পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখন সেই নামগুলোতে সবুজ সংকেত এলেই এই চারজন সহকারী হাই কমিশনার তাদের নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব নেবেন
নিহতদের সবার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। ইংরেজি দৈনিক টাইমস অব ওমান এক প্রতিবেদনে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে
জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়