আমিরাতে হাটহাজারী সমিতির ঐক্যের ডাক

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মানবতা, ঐক্য ও হাটহাজারী উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে হাটহাজারী সমিতিকে সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (০৮ আগস্ট) শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত এই সভার সভাপতিত্ব করেন, হাটহাজারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসান।

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী।

মাওলানা নাছির উদ্দিনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হাওয়া সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিআইপি জসিম উদ্দিন তালুকদার, মীর মহিউদ্দিন মিন্টু, মামুনুর রশিদ , মাওলানা হাবিবুল্লাহ, নাছির হিজাজি, সিরাজুদ্দৌলার, ইজাজ আহমেদ সিআইপি ইমরান খান(সজিব), আজিজুর রহমান খসরু, মোহাম্মদ শাহজাহান, মাহবুবুল আলম, নাছির উদ্দিন খোকন, শহিদুল্লাহ বাবর, আরিফুল ইসলাম আজম।

অনুষ্ঠানে আমিরাতের প্রত্যেক প্রদেশ থেকে যথাক্রমে আবুধাবি থেকে মোহাম্মদ রিয়াদ, দুবাই থেকে শহিদুল হক, শারজাহ থেকে জামাল উদ্দিন, আজমান থেকে তাজুল ইসলাম রাস আল খাইমা থেকে কামাল উদ্দিন ও মমতাজ, ফুজাইরা থেকে দিদারুল আলম, উম্মল কুয়াইন থেকে ফুরকান বক্তব্য রাখেন।

তাছাড়া হাটহাজারী উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে বক্তব্য দেন যথাক্রমে, ফরহাদাবাদ থেকে শাহাদাত হোসেন রনি, ধলই থেকে সাইফুল্লাহ চৌধুরী, মির্জাপুর থেকে জি এম সাইফুল, গুমানমর্দ্দন থেকে এনামুল হক ফোরকান, নাঙ্গলমোড়া থেকে গিয়াস উদ্দিন মাহমুদ , ছিপাতলী থেকে সাংবাদিক ইশতিয়াক আসিফ, পৌরসভা থেকে গাজী নিজাম, মেখল থেকে মোহাম্মদ দিদারুল আলম, চিকনদন্ডী থেকে ব্যাংকার ইলিয়াস , গড়দুয়ারা থেকে আব্দুল সাত্তার, উত্তর মাদার্শা থেকে মোহাম্মদ আজম খান, মধ্যম মাদার্শা থেকে ফয়সাল, দক্ষিন মাদার্শা থেকে মোহাম্মদ রোকন উদ্দিন , শিকারপুর থেকে মোহাম্মদ আসিফ, বুড়িশ্চর থেকে মাসুদ জুয়েল বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ জবরুল আলম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মোরশেদ, দিদারুল আলম, বাবু উত্তম কোমাদে, উদ্যোক্তা সদস্য নোমান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোহাম্মদ সিরাজ, গুমানমর্দ্দন প্রবাসী পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ওয়াসিম চৌধুরী, কাসেম তালুকদার, মোহাম্মদ আলাউদ্দিন, তৌহিদুল আলম, তৈয়ব আলম, মোহাম্মদ হাসেম উদ্দিন, মোহাম্মদ এসকান্দর, গুমানমর্দ্দন ও মির্জাপুর প্রবাসী পরিষদের নেতৃবৃন্দ সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

সব শেষে মাওলানা নাছির উদ্দিনের বিশেষ মোনাজাতের মাধ্যমে হাটহাজারী সমিতির সফলতা ও সদ্য প্রয়াত হাটহাজারীর কৃতি সন্তান মরহুম সেনা প্রধান লে:কর্নেল হারুন অর রশীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এতে সমিতির আদ্যপান্থ ও কেন সংস্কারের প্রয়োজন হয়েছে তা তুলে ধরে বক্তারা বলেন সমিতি গঠনের লক্ষ উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটায় আমাদের আবার এই সংস্কার ও পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে আশাকরি আমরা সবাই, ঐক্যবদ্ধ ,দল, মত নির্বিশেষে সকলে এই মানবতার সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। অনুষ্ঠান থেকে অন্যদেরকে সমিতির নাম, লোগো ব্যবহার না করার দাবিও জানিয়েছেন বক্তারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রবাস নিয়ে আরও পড়ুন

‘যারা আমাকে বা অন্য যে কারো নামে ৮-১০টা বিবাহ করেছে বলে খারাপ মন্তব্য করেন। তাদেরকে একটি কথা বলব: আজ নাস্তিক, মুরতাদদের সুরে সুর মিলিয়ে আপনিও যদি অনেকগুলো বিবাহ এবং তালাককে জঘন্য বলেন, আর বর্তমান সময় এটা বুঝিয়ে দেন যে, যাদের জীবনে অনেকগুলো বিয়ে হয়েছে তারা খারাপ মানুষ

১০ দিন আগে

চারটি সহকারী হাই কমিশনার পদে ভারত যাদের মনোনীত করেছে, সেই কূটনীতিবিদদের নামের তালিকাও বাংলাদেশ সরকারের কাছে বেশ কয়েক সপ্তাহ আগেই পাঠানো হয়েছে। ঢাকা থেকে এখন সেই নামগুলোতে সবুজ সংকেত এলেই এই চারজন সহকারী হাই কমিশনার তাদের নতুন কর্মক্ষেত্রে দায়িত্ব নেবেন

২১ দিন আগে

নিহতদের সবার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। ইংরেজি দৈনিক টাইমস অব ওমান এক প্রতিবেদনে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে

২১ দিন আগে

জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতে ১৯২৫ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব শিশু কল্যাণ সম্মেলনে প্রথম আন্তর্জাতিক শিশু দিবস ঘোষিত হয়। পরে ১৯৫০ সাল থেকে বেশিরভাগ কমিউনিস্ট ও পোস্ট-কমিউনিস্ট দেশে ১ জুন দিনটি পালন শুরু হয়

২৪ দিন আগে