চলন্ত বাসে নারীর সঙ্গে অশোভন আচরণ,

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক গ্রেফতার

প্রতিনিধি
Thumbnail image
ফাইল ছবি

মালয়েশিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীর সাথে অশোভন আচরণের অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটেছে মেলাকা সেন্ট্রালগামী একটি এক্সপ্রেস বাসে।

ভুক্তভোগী ওই নারী অনেকবার নিষেধ করা সত্ত্বেও নিষেধ অমান্য করে ঘুমের ভান ধরে বারবার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে থাকে ওই বাংলাদেশি।

এতে করে ওই নারী রাগান্বিত হয়ে নিজেই এই ঘটনার ভিডিও ধারণ করেন এবং বাসের ড্রাইভার ও সুপারভাইজারকে বলতে বাধ্য হয় , যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী স্থানীয় এক নারী ওই বাসে অভিযুক্তের পাশের আসনে বসেছিলেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ওই বাংলাদেশি যুবক নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অনুমতি ছাড়াই হাত দিচ্ছেন। ওই নারী তাৎক্ষণিকভাবে এই অশালীন আচরণের প্রমাণ হিসেবে ভিডিওটি ধারণ করেন।বাসটি গন্তব্যে পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বাস থেকে নামার সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযুক্ত বাংলাদেশি যুবকের মুখোমুখি হন এবং ক্ষুব্ধ কণ্ঠে তাকে তিরস্কার করেন। এই বাকবিতণ্ডা বাসের অন্য যাত্রীরাও প্রত্যক্ষ করেন।

ভুক্তভোগী নারী পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

এই ঘটনাটি গণপরিবহনে নারীদের নিরাপত্তা এবং যৌন হয়রানি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। তাছাড়া এই অশোভন আচরণের জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মনে করছেন নেটিজেনরা। তারা বলেছেন, এমন হাতে গোনা কিছু সংখ্যক বাংলাদেশির জন্য বিপদে পড়ছেন লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

প্রবাস নিয়ে আরও পড়ুন

এই নির্বাচনে শহরটিতে বসবাসরত প্রথম কোনো প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম প্রার্থী যিনি কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

২৩ দিন আগে

চ্যানেল টোয়েন্টিফোরের সাথে কনটেন্ট চুক্তি সই করল মাইগ্রেশন কনসার্ন লিমিটেড। মঙ্গলবার (১৯ আগস্ট) চ্যানেল টোয়েন্টিফোরের তেজগাঁও অফিসে প্রতিষ্ঠানটির ডিজিটাল টিমের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

২৪ দিন আগে

এসময় আগামী দুই বছরের জন্য সাংবাদিক নয়ন মামুনকে সভাপতি ও নুসরাত জাহান নাবিলাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক সাত্তার আলী সুমন।

১৩ আগস্ট ২০২৫

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, এস এম মোদাচ্ছের শাহ ও মুজিবুল হক মঞ্জুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী

১০ আগস্ট ২০২৫