গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিবকে গ্রেফতার ও বহিষ্কারের দাবি

প্রতিনিধি
গ‌াজীপুর
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৪: ১০
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভির আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ সিদ্দিকীর জিয়া পরিবার ও বিএনপিকে কুরুচিপূর্ণভাবে উল্লেখের প্রতিবাদে গাজীপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ সংলগ্ন এসটি টাওয়ারে সংবাদ সম্মেলনে মজিবুর রহমান অভিযোগ করেন, ইরাদ সিদ্দিকী সোশ্যাল মিডিয়ায় জিয়া পরিবার ও বিএনপি সম্পর্কে তীব্র আপত্তিকর বক্তব্য দিয়েছেন। বিএনপি ঘোষিত মনোনয়ন তালিকায় ইরাদ সিদ্দিকীর ছোট ভাই গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর নাম না থাকায় সংক্ষুব্ধ হয়ে তার আপন বড় ভাই ইরাদ সিদ্দিকী বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে চরম আপত্তিকর, কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন।

মজিবুর রহমান এসময় জানান, অনেকসময় ইরাদ আহমেদ সিদ্দিকীকে পাগল বলে তার আপত্তিকর বক্তব্যকে গৌণ বলে ধরা হয়, প্রকৃতপক্ষে তিনি বিদেশ থেকে নেয়া ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত, লেখক এবং শিক্ষক। ভাই যখন পক্ষে বলবে সেটা ভালো, আবার যখন অপরাধ করবে তখন ছোট ভাই হিসেবে তাকে বাঁচানোর চেষ্টা করবে, বলবে পাগল -এই স্ববিরোধী বক্তব্য গ্রহণযোগ্য নয়। ইরাদ আহমেদ সিদ্দিকী যতবার বিপদগ্রস্ত হয়েছেন ছোটোভাই তার দেখভাল ও ভরণপোষণ করেছেন। সুতরাং ভাইয়ের বক্তব্যের দায়ভার কোনোমতেই ইশরাক আহমেদ সিদ্দিকী এড়াতে পারেন না। এটি সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ।

শুক্রবার (৭ নভেম্বর) ইরাদ আহমেদ সিদ্দিকী বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি তীব্র কটূক্তি করেন। খালেদা জিয়া ও তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়েও তিনি তাচ্ছিল্য করেন। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মেনে নিয়ে ভারতের সার্বভৌমত্বের প্রতি আস্থা রাখেন। নিজে গাজীপুর -১ আসনের স্বতন্ত্র প্রার্থী দাবি করেও নিজের আপন ছোট ভাই ইশরাক আহমেদ সিদ্দিকীকে গাজীপুর ১ আসনের জন্য বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেন।

মুজিবুর রহমানের সংবাদ সম্মেলনে গাজীপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

জামালপুরে নবঘোষিত শহর ও সদর উপজেলা পূর্ব ছাত্রদলের কমিটি বাতিরের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ত্যাগী ও পদবঞ্চিত ছাত্রদলের নেতারা। (২৬ ডিসেম্বর) শুক্রবার সন্ধ্যায় শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগা মাঠ থেকে একটি মশাল মিছিল বের করা হয়।

৩৭ মিনিট আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপ

১ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙল প্রতীকের মনোনয়ন না পেয়ে দিনাজপুরের খানসামা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুল আলিম হাওলাদার অবস্থান অনশন শুরু করেছেন।

১ দিন আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক চট্টগ্রামের রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

১ দিন আগে