শিবচরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রতিনিধি
মাদারীপুর
Thumbnail image
ছবি : প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মো. রোকন উদ্দিন মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির ৪৭ বছরের ইতিহাস, সংগ্রাম ও ত্যাগের ইতিহাস। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দলটি গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের প্রতিষ্ঠায় বিএনপি সর্বদা জনগণের পাশে রয়েছে।”

র‌্যালি ও সভায় অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। তারা দলীয় পতাকা, ব্যানার ও শ্লোগানসহ মিছিলে অংশ নিয়ে অনুষ্ঠানকে উৎসবমুখর পরিবেশে রূপ দেন। র‌্যালিটি পৌরবাস টার্মিনাল থেকে বের হয়ে ৭১ সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় এসে শেষ হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

১ দিন আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর, নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে নির্বাচনী মাঠে নেমে পড়ার আহ্বান জানান তিনি।

১ দিন আগে

বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

২ দিন আগে

নূরের ওপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে পুরো জাতি আজ একতাবদ্ধ হয়েছে। এখন এ দেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলসহ যারা ফ্যাসিবাদের দোসর তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে

২ দিন আগে