বিএনপি’র পরিবারের সবাইকে নিয়ে সম্মেলন হবে: মিলন

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি’র সম্মেলন উপলক্ষ্যে, বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনের মিডিয়া সেল উপকমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সময় দুপুর ২টায় রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপকমিটির আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিএনপির প্রার্থী হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপি’র এই সম্মেলন হবে উৎসব মুখর। মিলন মেলায় পরিণত হবে এটা। রাজশাহী মহানগরীর সাংগঠনিক সাতটি থানা ও ৩৫টি ওয়ার্ডের সকল কাউন্সিলর ও ডেলিগেটেডসহ সকল নেতাকর্মী উপস্থিত থাকবেন। কারণ এই সম্মেলনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

তিনি বলেন,বিগত দিনের সব ভেদাভেদ ভুলে বিএনপি এখন এক কাতারে। এই সম্মেলনে সাবেক বর্তমান সবাই উপস্থিত থাকবেন। কারণ ২০০৯ সালের পরে এই সম্মেলন হতে যাচ্ছে।

তিনি বলেন, পতিত সরকার সতেরো বছর বিএনপিকে নির্যাতন করেছে। লক্ষ লক্ষ মামলা দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে রেখেছে। এখনো প্রতিদিন হাজিরা দিতে হচ্ছে। কিন্তু বিএনপি’র চুল পরিমাণ ক্ষতি করতে পারেনি। তিনি আরো বলেন, পতিত সরকারের আমলে বিএনপি শত বাধা অতিক্রম করে আন্দোলন করেছে। এখনো জনগণের অধিকার আদায়ে আন্দোলনে রয়েছে।

তিনি আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী রমজানের পূর্বেই দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন। এটা তারেক রহমানের ওয়ান টু ওয়াট আলোচনার ফসল বলে উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সাবেক বর্তমান কাউকে বাদ দিয়ে নয়। ঐকমত্য ও সবার সম্মতিতে কাউন্সিল হবে। এই সম্মেলনে সাবেক বর্তমানের সিনিয়র-জুনিয়র সবাই থাকবেন। সম্মেলনে সকল সাংবাদিকদের উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদিন শিবলী, সদস্য মনিরুজ্জামান শরীফ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, বতর্মান আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপি’র সভাপতি শাসসুল হোসেন মিলু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামাণী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ করা হয়

৪ ঘণ্টা আগে

টাঙ্গাইলের ভূঞাপুরে "জয় বাংলা" স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ করায় কাদের সিদ্দিকীর গাড়িবহরে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

৪ ঘণ্টা আগে

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে পূর্বনির্ধারিত আলোচনা সভা রয়েছে বিএনপির। দলীয় সূত্র জানিয়েছে, বিকেল তিনটার পরিবর্তে সন্ধ্যার পর বৈঠকে অংশ নেবেন দলের প্রতিনিধিরা

৫ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুর ভাইয়ের (নুরুল হক নূর) ওপর যে আক্রমণটা হয়েছে—এটা আমাদের জন্য একটা ম্যাসেজ।

৬ ঘণ্টা আগে