বন্ধুত্ব চাইলে তিস্তা ইস্যু সমাধান করুন: ভারতকে ফখরুল

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে তিস্তার পানি বণ্টন সমস্যা সমাধান, সীমান্ত হত্যা বন্ধ এবং 'বড় দাদা'সুলভ আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার লালমনিরহাটে তিস্তা রেল সেতু পয়েন্টে 'জাগো বাহে, তিস্তা বাঁচাই' শীর্ষক তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চলের পাঁচটি জেলা জুড়ে ১১টি পয়েন্টে দুই দিনের কর্মসূচির উদ্বোধনকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে আরও কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে চায় এবং প্রতিবেশী দেশ হিসেবে তার ন্যায্য অধিকার আদায় করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদার ভিত্তিতে, যেখানে সব ন্যায্য ও প্রাপ্য অধিকার স্বীকৃত হবে।

ফখরুল বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অনেকে আশা করেছিলেন, ভারত তিস্তার পানি নিশ্চিত করবে। "কিন্তু লবডঙ্কা! ১৫ বছরে [আওয়ামী লীগ] বাংলাদেশটাকে [ভারতের কাছে] বেচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই।"

তিনি বলেন, গত ১৫ বছর ধরে বিএনপি ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। আমাদের ছেলেরা লড়াই করেছে ৩৬ দিনে, সবার লড়াইয়ের মাধ্যমে সে পালিয়েছে। কোথায়? ওই ভারতে।

বিএনপি নেতা অভিযোগ করেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতা-কর্মীদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির নির্দেশ দিচ্ছেন। "কিন্তু বাস্তবে আওয়ামী লীগের সব নেতা ভারতে পালিয়ে গেছেন।"

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করে। "তবে এই জায়গায় কিন্তু নিরপেক্ষ থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে। ভারতকে বলতে হবে যে, আমার পানির ন্যায্য হিস্যা আমি চাই।"

অবস্থান কর্মসূচি সফল করতে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১২৫ কিলোমিটার দীর্ঘ নদী পাড়ের গুরুত্বপূর্ণ ১১টি স্থানে মঞ্চ তৈরি করা হয়েছে। শেষদিন ১৮ ফেব্রুয়ারি এসব মঞ্চে দিনভর থাকবে তিস্তা পাড়ের মানুষের সুখ দুঃখের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ভাওয়াইয়া গানের আসর, ঘুড়ি উৎসবসহ নানান গ্রামীণ খেলাধুলা। এভাবে টানা ৪৮ ঘণ্টা তিস্তা নদীর তীরেই অবস্থান করবেন রংপুরের ৫টি জেলার কয়েক লাখ মানুষ।

সমাবেশের বিভিন্ন স্পটগুলোতে পৃথক পৃথকভাবে অতিথি হিসেবে উপস্থিত আছেন— বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ, গণসংহতির সভাপতি জুনায়েদ সাকি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

ভোটের অধিকার আদায়ের জন্যই বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । বলেন, ভোটের অধিকার নিশ্চিত হলেই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

১০ ঘণ্টা আগে

নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

১৪ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত শিক্ষার্থীদের নতুন দলের ঘোষণার দিন তারিখ ঠিক করা হয়েছে। আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের ঘোষণা দেওয়া হবে।

১ দিন আগে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তর্ক-বিতর্ক করার মাধ্যমে এমন পরিস্থিতি করা যাবে না যাতে দেশের ক্ষতি হয় বা বিরোধীরা সুযোগ পায়। দেশ যে সর্বনাশের খাদে পৌঁছে গেছে তা থেকে উত্তরণে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিরাই মানুষের গণতান

১ দিন আগে