‘‘আমরা আশা করবো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে”

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৫: ৩৫
Thumbnail image
ছবি: সংগৃহীত

হাসিনার শাসন চিরতরে দূরে ঠেলে দেয়ার জন্য এবারের নির্বাচন হবে বলে মন্তব্য করেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন। তিনি বলেন ‘আমরা আশা করবো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে। বর্তমান সরকারের কাছে আমরা আশা করেছিলাম পুলিশে সংস্কার হবে। কিন্তু হয়নি। এই বাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে কি না সন্দেহ রয়েছে।’

আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। অগ্নিসেনা স্যোসাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ আলোচনা সভার আয়োজন করে।

এর পাশাপাশি তিনি আহ্বান জানিয়েছেন, যে পদ্ধতি সহজ, যেটা সবাই বুঝতে পারে সেভাবেই নির্বাচন আয়োজন করার।

মেজর হাফিজ বলেন, ‘নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। গণতন্ত্রকে তারা ছুড়ে ফেলে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে।’

শেখ হাসিনার আমলে প্রহসন মূলক নির্বাচন হয়েছে। দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। ফলে একদফা আন্দোলন হয়েছে বলে মন্তব্য করেন মেজর হাফিজ। তিনি বলেন, ‘আমরা বিএনপি থেকে সংস্কার প্রস্তাবের বেশিরভাগে রাজি। দু-একটিতে নোট অব ডিসেন্ট দিয়েছি। একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায়। যে পদ্ধতি সহজ, যেটা সবাই বুঝতে পারে সেভাবেই নির্বাচন হতে হবে।’

তিনি আরও বলেন, ‘উপদেষ্টা পরিষদের কেউ কেউ গদি ছাড়তে চাননি। কেউ কেউ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন।’

যেকোনো সংগ্রামের পর কৃতিত্বের দাবিদার অনেক পাওয়া যায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘একটি রাজনৈতিক দল আমাদের মিত্র ছিল অনেকদিন। কিন্তু নির্বাচনের আগে তাদের কিছু কথা শুনে আমরা অবাক হয়েছি। দলটি বলেছে একাত্তরে জাতি নাকি পথভ্রষ্ট ছিল। তবে একাত্তরে পুরো জাতি অংশ নিয়েছিল। এটা কোনো রাজনৈতিক দলের ছিল না।’

জনগণ যাকে যোগ্য মনে করবেন, বিপদে আপদে নিজের আশ্রয় মনে করবেন তাকে ভোট দেবেন বলে প্রত্যাশা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের।

তিনি বলেন, ‘কিছু কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। আজব আজব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার কোনো কারণ নেই।’

দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, ‘দেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের হীনমন্যতার কোনো কারণ নেই। জনগণ কখনও ভুল করে না।’

ভারতে থেকে শেখ হাসিনা নির্বাচন বানচালে নানা পরিকল্পনা করার আশঙ্কা প্রকাশ করে তা প্রতিহত করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এই নেতা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

শনিবার (৩০ আগস্ট) ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোট গ্রহণ করা হয়

৪ ঘণ্টা আগে

টাঙ্গাইলের ভূঞাপুরে "জয় বাংলা" স্লোগান দিয়ে মুক্তিযোদ্ধা সমাবেশ করায় কাদের সিদ্দিকীর গাড়িবহরে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

৫ ঘণ্টা আগে

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে পূর্বনির্ধারিত আলোচনা সভা রয়েছে বিএনপির। দলীয় সূত্র জানিয়েছে, বিকেল তিনটার পরিবর্তে সন্ধ্যার পর বৈঠকে অংশ নেবেন দলের প্রতিনিধিরা

৫ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুর ভাইয়ের (নুরুল হক নূর) ওপর যে আক্রমণটা হয়েছে—এটা আমাদের জন্য একটা ম্যাসেজ।

৬ ঘণ্টা আগে