‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে কোন কোন রাজনৈতিক দলের নেতারা ছিলেন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের পাশে থাকা ও গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে দলমত, মতভেদ ভূলে সব শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে। এসময় বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতাদেরও সক্রিয় অংশগ্রহণ ছিলো এই প্রতিবাদ কর্মসূচিতে।

এর আগে শনিবার (১২ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও মূল অনুষ্ঠান শুরুর আগেই উদ্যানের আশপাশের সব এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এমনকি উদ্যানের আশপাশের সব সড়কেও ছিল মানুষের মিছিল।

এদিকে মূল অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে গাজার প্রতি সংহতি প্রকাশ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদসহ মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতা ও প্রতিনিধিরা।

কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদিক কায়েম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, এবি পার্টির মজিবুর রহমানর মঞ্জু, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিসির পক্ষে হাসনাত আবদুল্লাহ, গণঅধিকার পরিষদের পক্ষে নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান, জাগপার রাশেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন বিকাল পৌনে ৪টায় মোনাজাত শুরু হয়ে ৪টায় শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব খ্যাতিমান আলেম মুফতি আবদুল মালেক।

এর আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের এ কর্মসূচির শুরু হয়। এরপর জনগণকে স্লোগানে উৎসাহ দেওয়ার পাশাপাশি বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ইসলামিক ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারি।

এসময় মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সবশেষ ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য দোয়ার মধ্য দিয়ে শেষ হয় মার্চ ফর গাজার কর্মসূচি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

রিয়াদে নরসিংদী জেলা জাতীয়তাবাদী পরিষদের উদ্যোগে বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা সৌদি আরব রিয়াদে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

২১ ঘণ্টা আগে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'বিগত ১৫ বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে।পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো।'

১ দিন আগে

দেশের অন্যতম বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকা ‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জামায়েতের আমির বলেন, ‘প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ করতে দ্বিধা করে নাই।’

১ দিন আগে

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাগণ, জনগণ পাঁচ বছরের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারকে দেখতে চায়— এমন মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিনআহমদ। তিনি বলেন, ‘নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্

২ দিন আগে