"জাগো বাহে তিস্তা বাঁচাও" বিএনপির ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪৭
Thumbnail image
ছবি: সংগৃহীত

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের ৫ জেলার ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই শীর্ষক ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু হয়েছে।

আজ সোমবার বিকেলে রংপুর জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিস্তার পানি বণ্টন চুক্তি ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্বঘোষিত দুইদিনের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

"জাগো বাহে-তিস্তা বাঁচাও" শ্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপি ও তার মিত্ররা।

আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে তিস্তা নদী বেষ্টিত লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এর মধ্যে রংপুরের কাউনিয়া রেলসেতু ও গঙ্গাচড়া মহিপুর বাজার সংলগ্ন তিস্তা নদীর বুকে রংপুরের কর্মসূচী পালিত হচ্ছে।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সন্ধ্যায় ৫ জেলার ১১টি পয়েন্টে ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি জানাতে এসময় তিস্তাপাড়ে উপস্থিত থাকবেন।

সমাবেশের বিভিন্ন স্পটগুলোতে পৃথক পৃথকভাবে অতিথি হিসেবে উপস্থিত আছেন- বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলন প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

ভোটের অধিকার আদায়ের জন্যই বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । বলেন, ভোটের অধিকার নিশ্চিত হলেই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

১০ ঘণ্টা আগে

নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

১৪ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত শিক্ষার্থীদের নতুন দলের ঘোষণার দিন তারিখ ঠিক করা হয়েছে। আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের ঘোষণা দেওয়া হবে।

১ দিন আগে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তর্ক-বিতর্ক করার মাধ্যমে এমন পরিস্থিতি করা যাবে না যাতে দেশের ক্ষতি হয় বা বিরোধীরা সুযোগ পায়। দেশ যে সর্বনাশের খাদে পৌঁছে গেছে তা থেকে উত্তরণে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিরাই মানুষের গণতান

১ দিন আগে