গণ অভ্যুত্থানে ১০০ শিশুকে হত্যা করা হয়েছিল

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুদ্ধ ছাড়া শিশুদের হত্যা করা হয় না। কিন্তু গণ অভ্যুত্থানে ১০০ শিশুকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের পৌরসভা চত্বরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কার তো জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, টিভিতে টকশোসহ সব ক্ষেত্রে তা বিএনপির ৩১ দফাতেই আছে। সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপির নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে। জনমানুষের যে প্রশ্ন যে চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবিদাবা নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা যেই সংগ্রাম নিয়ে রাজপথে নেমে এসেছিলাম বিগত ১৫ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায়। যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। বহু নেতাকর্মী আমাদের পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই বলিদানকে কোনভবে বৃথা যেতে দেয়া যাবে না।

তারেক রহমান দলীয় কার্যক্রম গতিশীল করতে ৩১ দফা নিয়ে জনগণের বাড়ি বাড়ি যেতে ও জনসম্পৃক্তা বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এর আগে, দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে পঞ্চগড় জেলার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা শুনে উত্তর দেন তিনি।

কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন।

কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই কর্মশালায় তারেক রহমান ঠাকুরগাঁও ও দিনাজপুরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বক্তব্য রাখেন ও নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উপর দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

শহীদ আসিফের ত্যাগ ও আদর্শ ছাত্রসমাজকে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবারের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের সাহস যোগানো প্রতিটি কর্মীর দায়িত্ব। তরুণ প্রজন্মকে তাঁর আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে

১২ ঘণ্টা আগে

মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবারই অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয় নাই। কোনো শক্তবার্তা দেয় নাই। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্যও কখনো করে নাই। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে

১৩ ঘণ্টা আগে

সোনাগাজী উপজেলায় চেয়ারম্যান পদে ফেনী জেলা সেক্রেটারী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ আবদুর রহীম কে চেয়ারম্যান এবং সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা কে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে

১৫ ঘণ্টা আগে

এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে তারা কখনোই সফল হয়নি। শেখ হাসিনা এই বাংলাদেশকে ভারতের কদর রাজ্য করতে চেয়েছিল কিন্তু এদেশের মানুষ তার সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে

১৫ ঘণ্টা আগে