নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তাঁর সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও।
টানা ১০ দিন ঈদের ছুটির পর আজ রোববারই সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়। এদিন সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন।
এসময় ইশরাক হোসেন দাবি করেন, ‘মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব, স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন।’
তিনি আরও বলেন, বর্তমানে স্থানীয় সরকার যে কাজ করছে, আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে। বর্তমানে যে স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। যে শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন।
ইশরাক বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশক্রমে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথগ্রহণ সম্পন্ন করা সরকারের দায়িত্ব। শপথ না পড়িয়ে আদালতকে ক্রমাগত অবমাননা করে যাচ্ছে সরকার।
ইশরাক আরও বলেন, ‘জনগণের ভোগান্তি চাই না, কিন্তু এই আন্দোলন চলমান থাকবে; এটাই জনগণের দাবি।’
সরকার যদি ভাবে এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে ইশরাক বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ অবস্থান চলবে। এখন আর আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে।’
এর আগে গত ৩ জুন ঈদুল আজহা সামনে রেখে আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তাঁর সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও।
টানা ১০ দিন ঈদের ছুটির পর আজ রোববারই সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়। এদিন সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন।
এসময় ইশরাক হোসেন দাবি করেন, ‘মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব, স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন।’
তিনি আরও বলেন, বর্তমানে স্থানীয় সরকার যে কাজ করছে, আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে। বর্তমানে যে স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। যে শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন।
ইশরাক বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশক্রমে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথগ্রহণ সম্পন্ন করা সরকারের দায়িত্ব। শপথ না পড়িয়ে আদালতকে ক্রমাগত অবমাননা করে যাচ্ছে সরকার।
ইশরাক আরও বলেন, ‘জনগণের ভোগান্তি চাই না, কিন্তু এই আন্দোলন চলমান থাকবে; এটাই জনগণের দাবি।’
সরকার যদি ভাবে এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে ইশরাক বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ অবস্থান চলবে। এখন আর আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে। দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে।’
এর আগে গত ৩ জুন ঈদুল আজহা সামনে রেখে আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন।
গত ২৪ ডিসেম্বর ২০২৪ জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করেছে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ- সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে সংগঠনটি
১৯ ঘণ্টা আগেনির্বাচন কমিশনের কাছে দাবি মেনে নেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আপনারা আমাদের দাবি মেনে নেন এবং আমাদের চারটি আসন ফিরিয়ে দেন। আসন ফিরে না পাওয়ার পর্যন্ত আমরা আন্দোলন করবো"
২১ ঘণ্টা আগে৫ আগস্ট-এর আগে রাজনীতিতে তাদের কোন ভূমিকা ছিল না। এখন তারা উড়ে এসে জুড়ে বসেছে। তাদের নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল সহ অনেকেরই নির্বাচনে জেতার সম্ভাবনা নেই। তাই বিজয়ী হতে তারা পি আর পদ্ধতির দাবি তুলছেন
১ দিন আগেঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ঝিনাইদহ জেলা আমির ঝিনাইদহ -২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর
২ দিন আগেগত ২৪ ডিসেম্বর ২০২৪ জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করেছে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ- সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে সংগঠনটি
নির্বাচন কমিশনের কাছে দাবি মেনে নেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আপনারা আমাদের দাবি মেনে নেন এবং আমাদের চারটি আসন ফিরিয়ে দেন। আসন ফিরে না পাওয়ার পর্যন্ত আমরা আন্দোলন করবো"
৫ আগস্ট-এর আগে রাজনীতিতে তাদের কোন ভূমিকা ছিল না। এখন তারা উড়ে এসে জুড়ে বসেছে। তাদের নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল সহ অনেকেরই নির্বাচনে জেতার সম্ভাবনা নেই। তাই বিজয়ী হতে তারা পি আর পদ্ধতির দাবি তুলছেন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ঝিনাইদহ জেলা আমির ঝিনাইদহ -২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর