আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০৬
Thumbnail image
নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আওয়ামী লীগের ডাকা অবৈধ হরতাল ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শ্যামনগর প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, বিএনপির অন্যতম নেতা সাবেক ভিপি অধ্যাপক আবু সাইদ, সাবেক জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক ই এলাহী মুন্না, সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম দোহা, সাবেক যুবদল সভাপতি কাউন্সিলর আজিজুর রহমান আজিবর,বিএনপি নেতা খান আব্দুস সবুর, আটুলিয়া বিএনপির সাবেক সভাপতি আলহাজ আবুল কালাম মোড়ল, রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহীদ,প্রভাষক মুক্তার হোসেন, বিএনপি নেতা গাজী শাহ আলম,আইয়ুব আলী মেম্বার,আলম মেম্বার, আমির হামজা আবু, শ্যামনগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক, হাফিজ আল কল্লোল,বাবলুর রহমান, আলমগীর হোসেন আলম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী, জিয়া পরিষদের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা,যুগ্ম আহ্বায়ক মিল্টন হোসেন, জাসাসনেতা আবু রায়হান,কলেজ ছাত্রদলের নেতা ফরিদ, যুবদল নেতা নুরুন্নবী,জাকারিয়া হাফিজ,মুক্তার, মফু খা,আরিফুল আলিম, ওমেদ আলী প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে নৌরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। যদি শ্যামনগরের মাটিতে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

ভোটের অধিকার আদায়ের জন্যই বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । বলেন, ভোটের অধিকার নিশ্চিত হলেই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

১০ ঘণ্টা আগে

নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

১৪ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত শিক্ষার্থীদের নতুন দলের ঘোষণার দিন তারিখ ঠিক করা হয়েছে। আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের ঘোষণা দেওয়া হবে।

১ দিন আগে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তর্ক-বিতর্ক করার মাধ্যমে এমন পরিস্থিতি করা যাবে না যাতে দেশের ক্ষতি হয় বা বিরোধীরা সুযোগ পায়। দেশ যে সর্বনাশের খাদে পৌঁছে গেছে তা থেকে উত্তরণে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিরাই মানুষের গণতান

১ দিন আগে