পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলা, পৌর, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর এবার দলটির উপজেলা, পৌর ও কলেজ শাখার চার ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদার) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পোস্ট করা হয়। পরে সেই নোটিশটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার অধীন বোদা উপজেলা, বোদা পৌর এবং বোদা পাথরাজ সরকারি কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
কারণ নোটিশ পাওয়া নেতারা হলেন, বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, বোদা পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না।
তবে শোকজ নোটিশ হাতে না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেখে ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জেনেছেন এই চার নেতা। দলীয় শৃঙ্খলা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেবেন বলেও জানান নেতারা। তবে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব ও বক্তব্য দেয়ার কারণে শোকজ করা হয়েছে বলে মনে করছেন শোকজ হওয়া চার নেতা।
বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল বলেন, শোকজের বিষয়ে বিভিন্ন মাধ্যমে জেনেছি। বাকী নেতারাও জেনেছেন। আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যে আমরা নোটিশের জবাব দিবো।
পরে তাদেরকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার ও তাদেরকে স্বপদে বহাল রাখার দাবিতে গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বোদা উপজেলা, পৌর ও পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদল। সমাবেশে শোকজ নোটিশ পাওয়া চার নেতা বক্তব্য রাখেন।
পঞ্চগড়ের বোদা উপজেলা, পৌর, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর এবার দলটির উপজেলা, পৌর ও কলেজ শাখার চার ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদার) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পোস্ট করা হয়। পরে সেই নোটিশটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় জেলা শাখার অধীন বোদা উপজেলা, বোদা পৌর এবং বোদা পাথরাজ সরকারি কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।
কারণ নোটিশ পাওয়া নেতারা হলেন, বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, বোদা পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না।
তবে শোকজ নোটিশ হাতে না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেখে ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জেনেছেন এই চার নেতা। দলীয় শৃঙ্খলা মেনে নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেবেন বলেও জানান নেতারা। তবে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব ও বক্তব্য দেয়ার কারণে শোকজ করা হয়েছে বলে মনে করছেন শোকজ হওয়া চার নেতা।
বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল বলেন, শোকজের বিষয়ে বিভিন্ন মাধ্যমে জেনেছি। বাকী নেতারাও জেনেছেন। আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যে আমরা নোটিশের জবাব দিবো।
পরে তাদেরকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার ও তাদেরকে স্বপদে বহাল রাখার দাবিতে গত মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বোদা উপজেলা, পৌর ও পাথরাজ সরকারি কলেজ শাখা ছাত্রদল। সমাবেশে শোকজ নোটিশ পাওয়া চার নেতা বক্তব্য রাখেন।
বিএনপিই আওয়ামী লীগের দমন-পীড়ন, নির্যাতন, হত্যা, গুম ও খুনের সবচেয়ে বড় শিকার। আমার বিরুদ্ধেই ১১৩টি মামলা রয়েছে এবং আমি ১৩ বার জেলে গেছি।
৯ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি।
১২ ঘণ্টা আগেভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের পর অনেকেই মনে করছেন, দলটির ভাঙন এখন অনেকটাই চূড়ান্ত।
১ দিন আগেনরসিংদী প্রতিনিধি: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আব্দুল কাইয়ুমসহ ৩ জনকে বহিষ্কার করা হয়েছে।
১ দিন আগেপঞ্চগড়ের বোদা উপজেলা, পৌর, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর এবার দলটির উপজেলা, পৌর ও কলেজ শাখার চার ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
বিএনপিই আওয়ামী লীগের দমন-পীড়ন, নির্যাতন, হত্যা, গুম ও খুনের সবচেয়ে বড় শিকার। আমার বিরুদ্ধেই ১১৩টি মামলা রয়েছে এবং আমি ১৩ বার জেলে গেছি।
জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি।
ভাঙনের মুখে পড়েছে জাতীয় পার্টি (জাপা)। দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বহিষ্কারের পর অনেকেই মনে করছেন, দলটির ভাঙন এখন অনেকটাই চূড়ান্ত।