টালবাহানা ছেড়ে দিয়ে জাতীয় নির্বাচন দিন: অ্যাড.মো. জয়নুল আবেদীন

প্রতিনিধি
ঝালকাঠি
Thumbnail image

ঝালকাঠিতে বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণ ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১৭ বছর ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজ শনিবার দুপুরে বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন সরকারকে উদ্দেশ্য করে বলেন,'জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করবেন না।

জনসভার প্রধান অতিথি বক্তব্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘টালবাহানা ছেড়ে দিয়ে জাতীয় নির্বাচন দিন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করবেন না। দিলে জনগণ তা মেনে নিবে না। দয়া করে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।’

তিনি বলেন,আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন, তবে আপনাদের পরিণতি হবে হাসিনার সরকারের মতোই। জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না, ইতিহাস তার প্রমাণ দিয়েছে।

জামায়েতে ইসলামকে ইঙ্গিত করে বলেন, রাজনৈতিক অঙ্গনে যারা দ্বৈতনীতি ও স্বার্থান্বেষী রাজনীতি করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি জনগণের দল, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।

ঝালকাঠি জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। সমাবেশ দুপুরে হলেও সকাল থেকে খন্ড খন্ড মিছিলে নেতাকর্মীদের পদচারণায় ভরে যায় সমাবশেষ স্থল।

এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপিরসহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক, বরিশাল বি এম কলেজের সাবেক ভিপি মো. মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. হায়দার আলী লেলিন,ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেনভুট্টো,জীবা আমিনা আল গাজী,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত । এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন জনসভায়। সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক প্রবীন আইনজীবী অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. শাহাদাৎ হোসেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

গত ৪০ বছরে দেশ থেকে ভয়াবহ হারে ব্রেইন ড্রেন হয়েছে—শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করছে। যারা দেশের শিরায়—শিক্ষিত পরিবার এখনও আছে, কিন্তু তাদের মধ্যেও দেশের ত্যাগের প্রবণতা বাড়ছে; অনেকেই ভাবছেন দেশ ছেড়ে চলে যাওয়ার কথা

১০ ঘণ্টা আগে

আমরা বিগত সময়ে দেখেছি মন্ডব প্রতি ৫ শত কেজি চাল বরাদ্দ দেয়া হলেও কোন মন্ডব কমিটি চাল বা টাকা সঠিকভাবে পায়নি। সেখান থেকেও কেজিতে ১০০ গ্রাম চাল কম বা মোট চালের দাম থেকে ৫ থেকে ৭ হাজার টাকা করে মেরে দেয়া হয়েছে। পূজার চাল নিয়ে ছিনিমিনি করা হয়েছে। আমরা সেটি আর দেখতে চাই না

১১ ঘণ্টা আগে

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল। অফিস আদালত বন্ধ থাকবে। রিকশা ভ্যান মোটরসাইকেল চলবে এবং দোকানপাট খোলা থাকবে। জরুরী সেবা হরতালের আওতামুক্ত থাকবে

১৩ ঘণ্টা আগে

সরকার নুরের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন করা হয়েছে। ওই কমিশনের কার্যকাল ৩০ কার্যদিবস নির্ধারণ করেছে, যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে

১৪ ঘণ্টা আগে