নিজস্ব প্রতিবেদক
এদেশের মানুষের জন্য দুর্ভাগ্য বলে হতাশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এদেশের মানুষ বারবার জীবন দিয়ে বিজয় অর্জন করে আর প্রতিবারই ছিনিয়ে নেওয়া হয়।
আজ শনিবার (২ আগস্ট) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তিনি আরো বলেন, ‘এ দেশের মানুষ আর কত লড়াই করবে। আর কত? আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, স্বায়ত্তশাসনের লড়াই জন্য জীবন দিয়েছি, স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি। একবার নয়, একাধিকবার, বারবার। আর কত? আর কত জীবন দিতে হবে দেশের মানুষকে। আর কতবার রাজপথে নামতে হবে মৌলিক দাবি আদায়ের জন্য।’
তিনি আরও বলেন, ‘কি দুর্ভাগ্য এদেশের মানুষের। বারবার লড়াই করে আমরা বিজয়ী হই। সেই বিজয় বারবারই ছিনিয়ে নেওয়া হয়। সাপলুডু খেলার মতো; সাতানব্বইয়ে গিয়ে তিনে চলে আসা। আমাদের জীবনে এটা বারবার হয়েছে।’
গণতান্ত্রিক সরকার থাকলে সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করা যায়। তাই এই মুহূর্তে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমরা এমন সরকার চাই, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের হয়ে কাজ করবে।’
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি-জামায়াত ও এনসিপির মধ্যে যে দূরত্ব, তা নিয়ে কোনো শঙ্কা দেখি না। কারণ নির্বাচন নিয়ে তাদের কোনো বাধা নেই। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, তাদের সকলকে ধারণ করতে হবে। সবাইকে এটাও বুঝতে হবে, যারাই ক্ষমতায় আসুক না কেন; তারা যেন ফ্যাসিবাদের মতো কিছু করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
এদেশের মানুষের জন্য দুর্ভাগ্য বলে হতাশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, এদেশের মানুষ বারবার জীবন দিয়ে বিজয় অর্জন করে আর প্রতিবারই ছিনিয়ে নেওয়া হয়।
আজ শনিবার (২ আগস্ট) রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তিনি আরো বলেন, ‘এ দেশের মানুষ আর কত লড়াই করবে। আর কত? আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, স্বায়ত্তশাসনের লড়াই জন্য জীবন দিয়েছি, স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি। একবার নয়, একাধিকবার, বারবার। আর কত? আর কত জীবন দিতে হবে দেশের মানুষকে। আর কতবার রাজপথে নামতে হবে মৌলিক দাবি আদায়ের জন্য।’
তিনি আরও বলেন, ‘কি দুর্ভাগ্য এদেশের মানুষের। বারবার লড়াই করে আমরা বিজয়ী হই। সেই বিজয় বারবারই ছিনিয়ে নেওয়া হয়। সাপলুডু খেলার মতো; সাতানব্বইয়ে গিয়ে তিনে চলে আসা। আমাদের জীবনে এটা বারবার হয়েছে।’
গণতান্ত্রিক সরকার থাকলে সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করা যায়। তাই এই মুহূর্তে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মনে করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘আমরা এমন সরকার চাই, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের হয়ে কাজ করবে।’
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘বিএনপি-জামায়াত ও এনসিপির মধ্যে যে দূরত্ব, তা নিয়ে কোনো শঙ্কা দেখি না। কারণ নির্বাচন নিয়ে তাদের কোনো বাধা নেই। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, তাদের সকলকে ধারণ করতে হবে। সবাইকে এটাও বুঝতে হবে, যারাই ক্ষমতায় আসুক না কেন; তারা যেন ফ্যাসিবাদের মতো কিছু করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আহছানউল্লাসহ ইউনিয়ন জামায়াত ও বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন
১৯ ঘণ্টা আগেযদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনি মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে মূল তিন রাজনৈতিক দল এক্ষেত্রে আসনের ভাগাভাগি ২০০ বিএনপি, ৫০-৫০ অন্যান্য এমনভাবে হতে পারে। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে
১৯ ঘণ্টা আগেযারা তাকে আঘাত করেছে, সেটা একেবারেই পরিষ্কার, যে তাকে হত্যার উদ্দেশেই হামলা করা হয়েছে। এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়
২০ ঘণ্টা আগেদীর্ঘ ১৭ বছর পর খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূলের ব্যানারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সমীরণ দেওয়ান।
১ দিন আগেউপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আহছানউল্লাসহ ইউনিয়ন জামায়াত ও বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন
যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও নিষেধাজ্ঞা থাকে, তাহলে নির্বাচনি মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে মূল তিন রাজনৈতিক দল এক্ষেত্রে আসনের ভাগাভাগি ২০০ বিএনপি, ৫০-৫০ অন্যান্য এমনভাবে হতে পারে। এতে বিএনপি রাজনৈতিকভাবে পাপেট হয়ে পড়বে
যারা তাকে আঘাত করেছে, সেটা একেবারেই পরিষ্কার, যে তাকে হত্যার উদ্দেশেই হামলা করা হয়েছে। এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়
দীর্ঘ ১৭ বছর পর খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূলের ব্যানারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সমীরণ দেওয়ান।