গত ১ বছরে বিএনপির ব্যয়ের তুলনায় আয় তিনগুণ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২: ৫৫
Thumbnail image
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে দলটির আয় দেখানো হয়েছে ১৫ কোটি ৬৫ লাখের বেশি। আর ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকা। উদ্বৃত্ত আছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা; যা ২০২৩ সালের তুলনায় বেড়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে দলটি। এতে আয়ের খাত হিসেবে দলটি সদস্যদের মাসিক চাঁদা, বই-পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ, এককালীন অনুদান উল্লেখ করেছে। আর ব্যয় হয়েছে ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট পোস্টার ছাপানোসহ বিভিন্ন কর্মসূচি উল্লেখ করেছে দলটি।

পরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, পূর্বের নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীনতা হারিয়েছিল। ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠে দিনের ভোট রাতে করেছিল। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, কমিশন দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে এবং নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ঝিনাইদহ জেলা আমির ঝিনাইদহ -২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর

২১ ঘণ্টা আগে

দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা নাজমূল হাসান কাসেমী

১ দিন আগে

১. শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত) বাস্তবায়ন। ২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ

১ দিন আগে

সংবাদ সম্মেলনে তারা জানান, দলের মধ্যে অন্তর্ভুক্তিকরণ মানসিকতার অভাব আছে এনসিপির। কোরামের বা বলয়ের বাইরে গিয়ে কাউকে দায়িত্ব দেওয়ার ট্রাস্ট তাদের মধ্যে নেই

১ দিন আগে