সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচার করতেই হবে: তারেক রহমান

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: প্রতিনিধি

অতীতে সংবিধান লঙ্ঘনকারী প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা বর্তমান সরকারকে সফল হিসেবে দেখতে চাই।

শনিবার (১০ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তৃতা করেন তিনি।

তারেক রহমান বলেন, সব ধর্ম-মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন। বাংলাদেশকে কেউ যাতে তাঁবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে বা স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায়, সে বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ।

দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না দাবি করে তিনি বলেন, সংবিধান লঙ্ঘনের সঙ্গে যারাই জড়িত ছিল তাদের বিচার করতেই হবে। নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার সরকার।

বিএনপি বর্তমান সরকারকে সফল দেখতে চায় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারকে নিয়ে জনগণের যাতে স্বচ্ছ ধারণা থাকে, সে জন্য বিএনপি তাদের (সরকার) কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে। সরকারের কর্মপরিকল্পনা যদি জনগণ জানতে পারে তাহলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না।

বিএনপি এমন সরকার গঠন করতে চায়, যেখানে সরকার জনগণের কাছে সবকিছু জবাবদিহি করতে বাধ্য হবে বলে জানান তারেক রহমান।

তিনি বলেন, গত ১৫ বছরে যারা বা যে দলটি গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিস্ট বাংলাদেশ কায়েম করেছিল তারা কিন্তু অপশক্তি হিসেবেই চিহ্নিত। দেশের জনগণ তাদের অপশক্তি হিসেবেই চিহ্নিত করেছে। ১৯৭১, ৭৫ এর ৭ নভেম্বর, ৯০ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা এখানে দেশের মানুষ দুটি বিষয়ে একমত। এক- বাংলাদেশকে ভবিষ্যতে যাতে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে। দুই- গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি আর যাতে মাথাচড়া দিতে না পারে। এই দুই বিষয়ে দেশের জনগণ আর কোনো আপোস মানতে রাজি নয় বলে আমি মনে করি। বিএনপিসহ দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে একমত।

তারেক রহমান বলেন, আমাদের বক্তব্য হলো- যারা বার বার সংবিধান লঙ্ঘন করেছে বা জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণ কোনোভাবেই আয়না ঘর স্থাপনকারী, গুম-খুন অপহরণ ও দুর্নীতি-লুটপাটকারীদের পুনর্বাসন চায় না দেশের মানুষ। আমরাও দল হিসেবে মতামত দিয়েছি। বিএনপিসহ সব দল এই সরকারকে সফল দেখতে চায়। এ জন্য কিন্তু আমরা সরকারের কাছে একটি পথনকশা ঘোষণার জন্য বারবার আহ্বান জানিয়েছি। স্বচ্ছ পথনকশা থাকলে জনগণের মাঝে অস্পষ্টতা থাকে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে তারা।

২ ঘণ্টা আগে

তিনি বলেন, পৃথিবীতে যারা গণহত্যার পার্টি তারা কখনও আর রাজনীতির সুযোগ পায়নি। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না। বাংলাদেশের সর্ববৃহৎ পার্টি হচ্ছে এখন বিএনপি।

২ ঘণ্টা আগে

জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করতে আলটিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

৩ ঘণ্টা আগে

বিএনপি এমন সরকার গঠন করতে চায়, যেখানে সরকার জনগণের কাছে সবকিছু জবাবদিহি করতে বাধ্য হবে বলে জানান তারেক রহমান।

৩ ঘণ্টা আগে