দেশ চালাতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: নিলুফার চৌধুরী মনি

প্রতিনিধি
জামালপুর
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ২৫
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মুহাম্মদ ইউনুস দেশ চালাতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর সম্পাদক সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।

তিনি বলেছেন, আপনি সমস্ত পৃথিবীতে অত্যন্ত কৃতি সন্তান, আমাদের কৃতি সন্তান। কিন্তু দেশ চালানোর কাজ রাজনীতিবিদদের। কিন্তু আপনি বার বার ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থতা আমাদের পিড়া দিচ্ছে। আমরা চাই ডিসেম্বরের মধ্যে সুন্দর একটা নির্বাচন দিয়ে আপনি চলে যান।

শুক্রবার সকালে শহরের বকুলতলা এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম সাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করতে গিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি৷

তিনি আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা। এই সরকারের সফলতা, আমাদের সফলতা। আমরা চাই সফল হোক, যদি সফল না হয় সে দায় আমাদের না। তাদের দায়িত্ব ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন করা। আজকে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, বিনয় করছি দেশ চালানোর দায়িত্ব আপনার না।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী সাবেক সংসদ সদস্য সিরাজুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ। পরে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

অপর দিকে জামালপুর জেলা যুবদলের আয়োজনে পৌর এলাকার দেওয়ানপাড়ায় নানা কর্মসূর্চীর মধ্যে দিয়ে শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসালম খানের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। পরে স্বেচ্ছায় রক্তদান এবং বৃক্ষ বিতরণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

গত ২৪ ডিসেম্বর ২০২৪ জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র উপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করেছে হেযবুত তওহীদ। এরপর থেকে সারাদেশে সভা-সমাবেশ- সেমিনার করে জাতির সামনে এর পূর্ণাঙ্গ রূপ তুলে ধরছে সংগঠনটি

১ দিন আগে

নির্বাচন কমিশনের কাছে দাবি মেনে নেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "আপনারা আমাদের দাবি মেনে নেন এবং আমাদের চারটি আসন ফিরিয়ে দেন। আসন ফিরে না পাওয়ার পর্যন্ত আমরা আন্দোলন করবো"

১ দিন আগে

৫ আগস্ট-এর আগে রাজনীতিতে তাদের কোন ভূমিকা ছিল না। এখন তারা উড়ে এসে জুড়ে বসেছে। তাদের নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেল সহ অনেকেরই নির্বাচনে জেতার সম্ভাবনা নেই। তাই বিজয়ী হতে তারা পি আর পদ্ধতির দাবি তুলছেন

১ দিন আগে

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ঝিনাইদহ জেলা আমির ঝিনাইদহ -২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর

২ দিন আগে