বোদায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে বিকালে বোদাবাজার ধারহাটি মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যবদ্ধ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে হবে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে বিএনপি'র কোন কলঙ্ক নেই, যেমন জামাতকে ৭১ এর গ্লানি বহন করতে হচ্ছে, জাতীয় পার্টি স্বৈরাচার হিসেবে আখ্যায়িত হয়েছে, আওয়ামীলীগ ফ্যাসিস্টের দলে পরিণত হয়েছে।

বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ ,পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রায়হানুল আলম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল মারুফ অনু,জেলা কৃষক দলের সদস্য সচিব শাহজাহান সিরাজ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে সেখান থেকে ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বোদা উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

৩ ঘণ্টা আগে

নূরের ওপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে পুরো জাতি আজ একতাবদ্ধ হয়েছে। এখন এ দেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলসহ যারা ফ্যাসিবাদের দোসর তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে

১১ ঘণ্টা আগে

অর্থনীতি সবার জন্য হতে হবে। প্রত্যেক নাগরিক যাতে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। গ্রাম থেকে শুরু করে, শিক্ষিত যারা আছে তাদের জন্য, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য পরিকল্পনা গ্রহণ করছি আমরা

১১ ঘণ্টা আগে

রায়ের মাধ্যমে এটাও প্রতিষ্ঠিত হয়েছে, শেখ হাসিনা প্রকৃত অর্থে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চাননি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইভী রহমান হত্যার বিচার চাইতেন তাহলে জিঘাংসার বশবর্তী হয়ে তারেক রহমানকে অন্তর্ভুক্ত করতেন না। আমরা বিএনপির পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়

১২ ঘণ্টা আগে