সভাপতি-সম্পাদককে শোকজ

সিরাজগঞ্জ জেলা যুবদলে অভ্যন্তরীণ সংকট

প্রতিনিধি
সিরাজগঞ্জ
Thumbnail image

সিরাজগঞ্জ জেলা যুবদলে সাম্প্রতিক সময়ে সংগঠন পরিচালনা নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা ও জটিলতা। নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত সাত নেতার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত আবার রাতারাতি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

গত ১৬ এপ্রিল (বুধবার) বিকেলে যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সংগঠনের নিয়মনীতি উপেক্ষা করে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে জেলা যুবদলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে।

উল্লেখ্য, জেলা যুবদলের সদ্যপ্রয়াত সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর মৃত্যুর একদিন পরই আল আমিন খানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার একদিনের মাথায় এমন শোকজের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক অঙ্গনে।

কেন্দ্রীয় দপ্তরের চিঠিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড পরিচালনার বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। আগামী ২০ এপ্রিলের মধ্যে তাদের কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে ব্যাখ্যাও লিখিত আকারে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে একই দিন সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের সাত নেতাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বহিষ্কারের চিঠিতে বলা হয়, একাধিকবার সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলা লঙ্ঘন অব্যাহত রাখায় তাদের বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সংগঠনের অন্য নেতাকর্মীদেরকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

তবে সন্ধ্যার পরেই নাটকীয়ভাবে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাত নেতার বহিষ্কারাদেশ বাতিলের ঘোষণা দেওয়া হয় এবং তাদেরকে সংগঠনের কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশও প্রদান করা হয়।

বহিষ্কারাদেশ থেকে প্রত্যাহারপ্রাপ্ত সাত নেতা হলেন

১. পল্টন জোয়ার্দার (সাবেক সদস্য, বেলকুচি উপজেলা যুবদল)

২. হাফিজুল ইসলাম

৩. উজ্জ্বল হোসেন (সাবেক সদস্য, পৌর যুবদল)

৪. মো. কাইয়ুম (দপ্তর সম্পাদক)

৫. চাইনিজ রফিকুল (সাবেক সভাপতি, ২ নম্বর ওয়ার্ড যুবদল)

৬. হাবিব ওরফে হাবলু (সাবেক সদস্য)

৭. সেলিফ আল আকবর শশী (সাবেক সদস্য)

এই সব সিদ্ধান্ত বদল ও শোকজের ঘটনায় সিরাজগঞ্জ যুবদলে নেতৃত্ব সংকট ও বিভক্তির আভাস পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সমন্বয়হীনতা এবং নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সংগঠনে এই অস্থিরতা তৈরি হয়েছে।

পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে আগামী ২০ এপ্রিলের জবাবদানের পর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ওপর। যুবদলের স্থানীয় নেতাকর্মীরা এখন তাকিয়ে রয়েছেন দলীয় উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ও সমাধানের দিকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক কাঠামোয় প্রবেশ সম্ভব নয়। এ লক্ষ্যে তারা জাতীয় ঐকমত্য কমিশনে বেশ কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে- একজন ব্যক্তি একবার প্রধানমন্ত্রী হলে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হতে পারবেন না এবং কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পার

২ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কয়েকদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। আর সেটি কেন্দ্র করে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার সেই রহস্যের জট খুললেন তিনি।

৫ ঘণ্টা আগে

আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।

৬ ঘণ্টা আগে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৮ ঘণ্টা আগে