সংস্কার রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে: তারেক রহমান

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ‘সংস্কার সফল করতে হলে রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে।’

আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ফটো সাংবাদিকদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ফটো সাংবাদিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তারেক রহমান বলেন, সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন ছবির মাধ্যমে। কিন্তু গত ১৫ বছরের বিভিন্ন সময় ইচ্ছে থাকলেও তাদের অনেক সংবাদ প্রকাশ করতে দেওয়া হয়নি। তাদের রাজনৈতিক অধিকারসহ অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

বিএনপির নীতিনির্ধারকদের মধ্যে অন্যতম এই নেতা বলেন, যারা দেশের ভালো চিন্তা করে, তাদের সবার উদ্দেশ্য এক। সবাই একটা দেশ চায়, যেখানে তার অর্থনৈতিক স্বাধীনতাসহ মৌলিক অধিকার থাকবে।

মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার নিশ্চিত না করতে পারলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব মন্তব্য করে তারেক রহমান বলেন, যারা বিগত ১৫ বছর ক্ষমতা ধরে রেখেছিল, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল। অন্য দেশের উপস্থিতি তারা এই দেশে বাড়িয়ে দিয়েছিল।

জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, যতো দ্রুত দেশে নির্বাচন হবে, ততো দ্রুত দেশ সঙ্কট মুক্ত হবে।

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি নিয়ে বিএনপি আগাচ্ছে জানিয়ে তিনি বলেন, এখন যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, বিএনপি সেগুলোর জন্য অনেক আগে থেকেই বলছে। এর লক্ষ্য একটি, গণতান্ত্রিক দেশ গড়ে তোলা। যেখানে মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক মুক্তি থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

গত ৪০ বছরে দেশ থেকে ভয়াবহ হারে ব্রেইন ড্রেন হয়েছে—শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করছে। যারা দেশের শিরায়—শিক্ষিত পরিবার এখনও আছে, কিন্তু তাদের মধ্যেও দেশের ত্যাগের প্রবণতা বাড়ছে; অনেকেই ভাবছেন দেশ ছেড়ে চলে যাওয়ার কথা

১২ ঘণ্টা আগে

আমরা বিগত সময়ে দেখেছি মন্ডব প্রতি ৫ শত কেজি চাল বরাদ্দ দেয়া হলেও কোন মন্ডব কমিটি চাল বা টাকা সঠিকভাবে পায়নি। সেখান থেকেও কেজিতে ১০০ গ্রাম চাল কম বা মোট চালের দাম থেকে ৫ থেকে ৭ হাজার টাকা করে মেরে দেয়া হয়েছে। পূজার চাল নিয়ে ছিনিমিনি করা হয়েছে। আমরা সেটি আর দেখতে চাই না

১৪ ঘণ্টা আগে

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল। অফিস আদালত বন্ধ থাকবে। রিকশা ভ্যান মোটরসাইকেল চলবে এবং দোকানপাট খোলা থাকবে। জরুরী সেবা হরতালের আওতামুক্ত থাকবে

১৫ ঘণ্টা আগে

সরকার নুরের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন করা হয়েছে। ওই কমিশনের কার্যকাল ৩০ কার্যদিবস নির্ধারণ করেছে, যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে

১৬ ঘণ্টা আগে