সংস্কার রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে: তারেক রহমান

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জনগণের নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ‘সংস্কার সফল করতে হলে রাজনীতিবিদদের মাধ্যমেই করতে হবে।’

আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত ফটো সাংবাদিকদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ফটো সাংবাদিকদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তারেক রহমান বলেন, সাংবাদিকরা মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরেন ছবির মাধ্যমে। কিন্তু গত ১৫ বছরের বিভিন্ন সময় ইচ্ছে থাকলেও তাদের অনেক সংবাদ প্রকাশ করতে দেওয়া হয়নি। তাদের রাজনৈতিক অধিকারসহ অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

বিএনপির নীতিনির্ধারকদের মধ্যে অন্যতম এই নেতা বলেন, যারা দেশের ভালো চিন্তা করে, তাদের সবার উদ্দেশ্য এক। সবাই একটা দেশ চায়, যেখানে তার অর্থনৈতিক স্বাধীনতাসহ মৌলিক অধিকার থাকবে।

মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার নিশ্চিত না করতে পারলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব মন্তব্য করে তারেক রহমান বলেন, যারা বিগত ১৫ বছর ক্ষমতা ধরে রেখেছিল, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল। অন্য দেশের উপস্থিতি তারা এই দেশে বাড়িয়ে দিয়েছিল।

জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, যতো দ্রুত দেশে নির্বাচন হবে, ততো দ্রুত দেশ সঙ্কট মুক্ত হবে।

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি নিয়ে বিএনপি আগাচ্ছে জানিয়ে তিনি বলেন, এখন যেসব সংস্কারের কথা বলা হচ্ছে, বিএনপি সেগুলোর জন্য অনেক আগে থেকেই বলছে। এর লক্ষ্য একটি, গণতান্ত্রিক দেশ গড়ে তোলা। যেখানে মানুষের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক মুক্তি থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিএনপি নিয়ে আরও পড়ুন

ভোটের অধিকার আদায়ের জন্যই বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছে বলে মন্তব্য করেছেন এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । বলেন, ভোটের অধিকার নিশ্চিত হলেই জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

১০ ঘণ্টা আগে

নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

১৪ ঘণ্টা আগে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত শিক্ষার্থীদের নতুন দলের ঘোষণার দিন তারিখ ঠিক করা হয়েছে। আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দলের ঘোষণা দেওয়া হবে।

১ দিন আগে

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তর্ক-বিতর্ক করার মাধ্যমে এমন পরিস্থিতি করা যাবে না যাতে দেশের ক্ষতি হয় বা বিরোধীরা সুযোগ পায়। দেশ যে সর্বনাশের খাদে পৌঁছে গেছে তা থেকে উত্তরণে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিরাই মানুষের গণতান

১ দিন আগে