বরিশাল

ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল সরকার গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
হেলাল বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। এতে করে এককভাবে কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। অংশগ্রহণমূলক সরকার গঠনই আজ সময়ের দাবি।”
তিনি আরো বলেন, দেশে এখনো সাংবাদিকবান্ধব আইন হয়নি, যার কারণে সত্য তুলে ধরায় অনেক সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন। বরিশালের স্বাস্থ্যসেবার ভঙ্গুর চিত্র ও অবকাঠামোগত দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, একমাত্র মেডিকেল কলেজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নগরীতে রাস্তাঘাট, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার ঘাটতি মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।
মাওয়া থেকে বরিশাল মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে অবদানকারীদের ধন্যবাদ জানাতে হবে, তবে একইসাথে সেতু ঘিরে লুটপাটকারীদেরও বিচারের আওতায় আনতে হবে।
জুলাই ঘোষণার আইনি ভিত্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হেলাল বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য। “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
‘মানুষ কেন জামায়াতকে ভোট দেবে?’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তনের ধারাবাহিকতায় জনগণ আগামী নির্বাচনে জামায়াতকেই বেছে নেবে। কারণ জামায়াত এখন গণমানুষের আস্থার প্রতীক।”
সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
সভায় বরিশাল জেলা জামায়াতের আমির ও বরিশাল-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে যেমন নেতারা স্বাধীনভাবে কথা বলতে পারেননি, তেমনি সাংবাদিকরাও সব সত্য প্রকাশ করতে পারেননি। তাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন জরুরি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার, নাছিম উল আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মেহেরুন্নেছা বাবুল, কাজী মিরাজ মাহমুদ ও এসএম জাকির হোসেন।
প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় সমাপনী বক্তব্য দেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. মামুন-অর-রশিদ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শাহে আলম ও এম মোফাজ্জেল।

ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল সরকার গঠনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
হেলাল বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। এতে করে এককভাবে কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। অংশগ্রহণমূলক সরকার গঠনই আজ সময়ের দাবি।”
তিনি আরো বলেন, দেশে এখনো সাংবাদিকবান্ধব আইন হয়নি, যার কারণে সত্য তুলে ধরায় অনেক সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন। বরিশালের স্বাস্থ্যসেবার ভঙ্গুর চিত্র ও অবকাঠামোগত দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, একমাত্র মেডিকেল কলেজটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নগরীতে রাস্তাঘাট, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবার ঘাটতি মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে।
মাওয়া থেকে বরিশাল মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে অবদানকারীদের ধন্যবাদ জানাতে হবে, তবে একইসাথে সেতু ঘিরে লুটপাটকারীদেরও বিচারের আওতায় আনতে হবে।
জুলাই ঘোষণার আইনি ভিত্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে হেলাল বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই হবে মূল লক্ষ্য। “দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
‘মানুষ কেন জামায়াতকে ভোট দেবে?’— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তনের ধারাবাহিকতায় জনগণ আগামী নির্বাচনে জামায়াতকেই বেছে নেবে। কারণ জামায়াত এখন গণমানুষের আস্থার প্রতীক।”
সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, দোষীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
সভায় বরিশাল জেলা জামায়াতের আমির ও বরিশাল-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে যেমন নেতারা স্বাধীনভাবে কথা বলতে পারেননি, তেমনি সাংবাদিকরাও সব সত্য প্রকাশ করতে পারেননি। তাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এখন জরুরি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার, নাছিম উল আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মেহেরুন্নেছা বাবুল, কাজী মিরাজ মাহমুদ ও এসএম জাকির হোসেন।
প্রায় অর্ধশতাধিক সাংবাদিকের উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় সমাপনী বক্তব্য দেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক মো. মামুন-অর-রশিদ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শাহে আলম ও এম মোফাজ্জেল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)
৯ ঘণ্টা আগে
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও রূপসা উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিককে অবরুদ্ধ রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল
৯ ঘণ্টা আগে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই
৯ ঘণ্টা আগে
সম্প্রতি শামীম তালুকদার, দুলাল উদ্দিন ও মুর্শেদ আলম সরিষাবাড়ী থানায় পৃথক কয়েকটি সাধারন ডায়েরী করেন। সেই সাথে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি
১০ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও রূপসা উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিককে অবরুদ্ধ রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই
সম্প্রতি শামীম তালুকদার, দুলাল উদ্দিন ও মুর্শেদ আলম সরিষাবাড়ী থানায় পৃথক কয়েকটি সাধারন ডায়েরী করেন। সেই সাথে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি