সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (১৭ আগস্ট) রাতে ইউনিয়নের মানপুর কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক কর্মী সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন—ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি সালাহউদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান মুকুল, সহ-সভাপতি মো. আরর আলী, সদস্য হযরত আলী, আসাদুজ্জামান ও আসাদুজ্জামান সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।
ইউনিয়ন আমীর মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে আয়োজিত ওই সভায় আরও বক্তব্য রাখেন জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন ও মাওলানা নুরুজ্জামান হাবিবী।
প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, দেশ আজ এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে অতিক্রম করছে। চাঁদাবাজি, দখলদারি, খুন, ধর্ষণ ও দুর্নীতি প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। একমাত্র ইসলামের আদর্শই এই জাতিকে প্রকৃত শান্তি ও মুক্তির নিশ্চয়তা দিতে পারে। নতুন যোগদানকারী যুবদল নেতা সালাহউদ্দিন বলেন, আমরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই দলে যোগ দিয়েছি। ন্যায়, সত্য ও আদর্শিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
রোববার (১৭ আগস্ট) রাতে ইউনিয়নের মানপুর কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক কর্মী সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন—ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি সালাহউদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান মুকুল, সহ-সভাপতি মো. আরর আলী, সদস্য হযরত আলী, আসাদুজ্জামান ও আসাদুজ্জামান সাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন যোগদানকারীদের বরণ করে নেন।
ইউনিয়ন আমীর মাস্টার ইব্রাহিম বাহারির সভাপতিত্বে আয়োজিত ওই সভায় আরও বক্তব্য রাখেন জেলা বায়তুল মাল সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন ও মাওলানা নুরুজ্জামান হাবিবী।
প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, দেশ আজ এক গভীর সঙ্কটের মধ্য দিয়ে অতিক্রম করছে। চাঁদাবাজি, দখলদারি, খুন, ধর্ষণ ও দুর্নীতি প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে। একমাত্র ইসলামের আদর্শই এই জাতিকে প্রকৃত শান্তি ও মুক্তির নিশ্চয়তা দিতে পারে। নতুন যোগদানকারী যুবদল নেতা সালাহউদ্দিন বলেন, আমরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়েই এই দলে যোগ দিয়েছি। ন্যায়, সত্য ও আদর্শিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠান শেষে নতুন যোগদানকারীদের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের ধারাবাহিকতায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে
১ দিন আগেআধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে
১ দিন আগেসভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান
১ দিন আগেসালাহউদ্দিন আহমদ জানান, বেশ কিছু বিষয়ে অসামঞ্জস্যতা থাকার পাশাপাশি জুলাই সনদে কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। ফলে সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে বিএনপি মতামত জানাবে
২ দিন আগেসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ছয়জন নেতা–কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়ে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে
আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকে বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি লালু মিয়া ওরফে লাল মিয়া ও বিএনপির কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা ও সামাজিক অশান্তি দূরীকরণে করণীয় নিয়ে মতামত তুলে ধরেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান