সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে দু'গ্রুপের উত্তেজনা হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দেবহাটা উপজেলায় এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে দেবহাটা উপজেলা শিমুল বাড়িয়া এলাকায় সম্মেলন চলছিল এসময় দুপক্ষের নেতারকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের ১০-১৫জন নেতা কর্মী আহত হয়। পরে
উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সব ছত্রভঙ্গ করে দেয়।
দেবহাটা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সকালে গাজীরহাট বাজারসংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবহাটা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা হয়।
সাতক্ষীরার দেবহাটায় উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে দু'গ্রুপের উত্তেজনা হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দেবহাটা উপজেলায় এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান দেবহাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে দেবহাটা উপজেলা শিমুল বাড়িয়া এলাকায় সম্মেলন চলছিল এসময় দুপক্ষের নেতারকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের ১০-১৫জন নেতা কর্মী আহত হয়। পরে
উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সব ছত্রভঙ্গ করে দেয়।
দেবহাটা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সকালে গাজীরহাট বাজারসংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবহাটা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা হয়।