সমালোচনা করব কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ০১
Thumbnail image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে আমরা সমালোচনা করব। কিন্তু আমাদের কার্যক্রম হবে সহযোগিতামূলক। এটাই গণতান্ত্রিক পরিবেশের সৌন্দর্য। এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামের একটি বইয়ের প্রকাশনা উৎসবের আলোচনায় এসব কথা বলেন তিনি। এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় আর নেই বলে উল্লেখ করেন রিজভী।

রিজভী বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এমন কার্যক্রম প্রত্যাশিত নয়। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। গণতান্ত্রিক দেশের ওপর একটি নির্দিষ্ট পক্ষের বয়ান চাপিয়ে দেয়া ভালো কাজ নয়

নেতা-কর্মী ও সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘পার্শ্ববর্তী দেশে থেকে শেখ হাসিনা যা ইচ্ছা তা বলে এখানে বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো নৈরাজ্যের কারণে প্রতিবিপ্লব যেন উঁকি দিতে না পারে। আমরা গণতান্ত্রিক রাস্তা ধরে এগিয়ে যাব।’

তিনি আরও বলেন, প্রতিবিপ্লব সবসময় উঁকি মারতে থাকে। তাই আমরা যেন কোনো ভুল না করি। নৈরাজ্যের ফলে কেউ যেন কোনো সুফল ভোগ না করতে পারে।

সাংস্কৃতিক দিক বিবেচনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছেলেমেয়েরা এবার সরকার পতনে অনেক বড় কাজ করেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, যেকোনো আন্দোলনের সফলতা সংস্কৃতি কর্মীদের ওপর নির্ভর করে। যারা গ্রাফিতি করেছেন এবার, তাঁরা অসাধারণ কাজ করেছেন।

একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, বিশ্বে ড. মুহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এতে ভারতের মিডিয়াও জড়িত। ষড়যন্ত্রকারীরা অপপ্রচার করে ড. ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে মিলিয়ন ডলার খরচ করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক কাঠামোয় প্রবেশ সম্ভব নয়। এ লক্ষ্যে তারা জাতীয় ঐকমত্য কমিশনে বেশ কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে- একজন ব্যক্তি একবার প্রধানমন্ত্রী হলে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হতে পারবেন না এবং কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পার

১৭ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কয়েকদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। আর সেটি কেন্দ্র করে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার সেই রহস্যের জট খুললেন তিনি।

২১ ঘণ্টা আগে

আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।

২১ ঘণ্টা আগে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে