আমি হুমকি দিইনি, সতর্ক করেছি : মাহফুজ আলম

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

যারা দেশের বিভিন্ন স্থানে 'তৌহিদী জনতা' নামে হামলা ও আক্রমণ চালাচ্ছেন, তাদের 'হুমকি' নয়, বরং 'সতর্ক' করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সেখানে তিনি লেখেন, 'তৌহিদী জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতো আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন। কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভূলণ্ঠিত হচ্ছে। এ ক্ষেত্রে আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে।'

তিনি আরও লেখেন, 'আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি।'

বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার উল্লেখ করে তিনি লেখেন, 'বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এ মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে।'

এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে। কিন্তু আগে যেভাবে ইসলামফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, যার শিকার আমিও হয়েছি, তা কোনোমতেই আর পুনরাবৃত্ত হবে না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক কাঠামোয় প্রবেশ সম্ভব নয়। এ লক্ষ্যে তারা জাতীয় ঐকমত্য কমিশনে বেশ কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে- একজন ব্যক্তি একবার প্রধানমন্ত্রী হলে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হতে পারবেন না এবং কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পার

১৭ ঘণ্টা আগে

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কয়েকদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। আর সেটি কেন্দ্র করে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার সেই রহস্যের জট খুললেন তিনি।

২১ ঘণ্টা আগে

আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।

২১ ঘণ্টা আগে

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

১ দিন আগে