চাঁদাবাজির ভিডিও ভাইরাল: এনসিপির নেতা বহিষ্কার

প্রতিনিধি
চট্রগাম
Thumbnail image
ছবি: সংগৃহীত

আর্থিক কেলেঙ্কারি এবং গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে, যখন চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক একটি আন্দোলন বন্ধ করার জন্য ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া দেড় মিনিটের ভিডিওটিতে নিজাম উদ্দিনকে আফতাব হোসেন রিফাত নামে এক ব্যক্তির সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। সেখানে ৫ লাখ টাকার চাঁদার কথা উল্লেখ আসে বন্দরকেন্দ্রিক আন্দোলন থামানোর জন্য।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এনসিপি, চট্টগ্রাম মহানগর কমিটি নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

অন্যদিকে, ভিডিওতে থাকা আফতাব হোসেন রিফাত দাবি করেন, ৩০শে মে তারিখে তাকে মারধর করে এবং জোর করে এই ভিডিওটি করানো হয়েছে। তিনি জানান, নিজাম উদ্দিনের সঙ্গে তারা প্রায়ই এমন দুষ্টুমি করেন এবং নিজামও মজা করেই চাঁদার কথাগুলো বলেছিলেন। আফতাব আরও বলেন, এই ভিডিওটি বন্দরকেন্দ্রিক ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। তবে ভিডিওটি ঠিক কোন আন্দোলনের বিষয়ে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দিন বলেন, ভিডিওটি সাত-আট মাস আগের। যিনি ভিডিও করেছেন, তিনিই এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দেবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার রেজওয়ানুল ইসলাম রনি (৪২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

৬ ঘণ্টা আগে

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের প্রায় ২ শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছে

৬ ঘণ্টা আগে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন

৬ ঘণ্টা আগে

চার বছর পর রাজশাহী মহানগর বিএনপিতে ঘোষণা হলো আংশিক কমিটি। ২০২১ সালের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। দীর্ঘ স্থবিরতা ও নেতৃত্ব সংকট পেরিয়ে নতুন কমিটিতে ফের প্রাণ ফিরেছে রাজশাহী বিএনপিতে

৬ ঘণ্টা আগে