মব জাস্টিসে রাজনীতিতে অস্থিরতা

প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
Thumbnail image
ছবি: সংগৃহীত

হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। দেশে বইতে শুরু করেছে মবের সুনামি। উদ্ভূত পরিস্থিতিতে রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বিষয় নিয়েও যত্রতত্র রক্ত ঝরছে। সিভিল প্রশাসন জনসমাজকে নিরাপত্তার ভরসা দিতে পারছে না।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। নির্বাচনের দাবি ও প্রত্যাশা জোরালো হওয়া মাত্র সহিংসতা বাড়তে শুরু করেছে। গ্রাম-শহরজুড়ে এই দুই বিপরীতমুখী সামাজিক প্রবণতার মধ্যে যোগসূত্রও খুঁজতে শুরু করেছেন মানুষ। নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে কি না, এ প্রশ্নও উঠছে।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে নিজেদের পুরোনো ইতিহাস উন্মোচন করেছে। তাই দলটিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে, সেটির আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে লাইভ প্রচারের মধ্যেই মুক্তিযুদ্ধ নিয়ে একটা আলোচনা সভা ভন্ডুল হলো এবং পরে খোদ আয়োজক ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলো। পাশাপাশি সময়ে বিভিন্ন দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের লাগাতার শাহবাগ অবরোধের এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল শুরু হয় এবং সেই মিছিল শেষ হলো রক্তপাতে। ওই রক্তপাতের বৃত্তান্ত পড়তে পড়তেই জানা গেল, দিনাজপুরের বিরলের মতো শান্ত এলাকায় একটা পার্ক শত শত মানুষের হামলার শিকার হয়েছে। হামলার সচিত্র প্রতিবেদন থেকে দেখা গেল, ঘটনা বেশ প্রস্তুতি নিয়েই হয়েছে এবং পুলিশ সেসব সামলাতে পারেনি।

এক অনুসন্ধানে দেখা গেছে, গত ৯ মে থেকে ৬ আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ৫৪ বার অবরোধের শিকার হয়েছে। কখনো কখনো এ রকম অবরোধ টানা দীর্ঘ সময় চলেছে। গণ-অভ্যুত্থানের পর মাসের পর মাস এভাবেই চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক জায়গায় ঘটনার পর হাজির হচ্ছে, কোথাও কোথাও হয়তো নিজেদের সামর্থ্যহীনতা বা ঊর্ধ্বতনদের সিদ্ধান্তহীনতায় পদক্ষেপ নিতে পারছে না। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকার পরও কেন এ রকম লাগাতার নৈরাজ্য চলছে, সে প্রশ্নও তুলছেন কেউ কেউ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শনিবার বিকেলে ময়মনসিংহে এক সমাবেশে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। অবশ্য নুরুল হকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে শনিবার অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।

রোডম্যাপ ঘোষণার পর নির্বাচন কমিশনের কার্যক্রম অনেক বেশি দৃশ্যমান। সেপ্টেম্বর থেকে বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় ও নিবন্ধনের কাজ শেষ করবে বলে জানানো হয়েছে। কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা নির্বাচন কমিশনের একার কাজ নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সহনশীল ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে- সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তপশিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

১ দিন আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর, নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে নির্বাচনী মাঠে নেমে পড়ার আহ্বান জানান তিনি।

১ দিন আগে

বর্ণাঢ্য আয়োজন এর মধ্য দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলায় উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

২ দিন আগে

নূরের ওপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে পুরো জাতি আজ একতাবদ্ধ হয়েছে। এখন এ দেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলসহ যারা ফ্যাসিবাদের দোসর তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে

২ দিন আগে