বলেছেন সারজিস আলম

‘ছাত্রদলের পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশিদিন লাগবে না’

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৩: ০০
Thumbnail image

নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে নিজের অনুসারীদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল বুধবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই অভিযোগ করেন। এতে ছাত্রদল জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরের মুখ্য সংগঠক লেখেন, ‘১৬ বছর ধরে টোকাইলীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন।’

সারজিস লিখেছেন, ‘ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয় ‘

তিনি আরও লিখেন, ‘এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউর শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা শেষে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম৷ আমার সঙ্গে ১৫-২০ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিলেন৷ পরে দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে৷ এর মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমেদ শাকিলও ছিলেন। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে। কিন্তু তারা ইচ্ছাকৃত আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে। ওদের ১০-১২ জনের মধ্যে দু-একজনকে শিক্ষার্থী মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি।’

হামলার বিষয়ে সারজিস লিখেন, ‘পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে আগে আমার সঙ্গে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে৷’

শাকিলসহ বাকি সন্ত্রাসীদের বিচার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘১৬ বছর ধরে ছাত্রদল টোকাইলীগ দ্বারা নির্যাতিত হওয়ার পর আজ কেউ যদি একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তার পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশিদিন লাগবে না৷’

সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেয়ারও আহ্বান জানান সারজিস আলম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ঝিনাইদহ জেলা আমির ঝিনাইদহ -২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবু বকর

৫ ঘণ্টা আগে

দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা নাজমূল হাসান কাসেমী

৬ ঘণ্টা আগে

১. শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও শব্বেদারি (নৈশ ইবাদত) বাস্তবায়ন। ২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ

৮ ঘণ্টা আগে

সংবাদ সম্মেলনে তারা জানান, দলের মধ্যে অন্তর্ভুক্তিকরণ মানসিকতার অভাব আছে এনসিপির। কোরামের বা বলয়ের বাইরে গিয়ে কাউকে দায়িত্ব দেওয়ার ট্রাস্ট তাদের মধ্যে নেই

৯ ঘণ্টা আগে