শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি
মৌলভীবাজার
Thumbnail image
ছবি: প্রতিনিধি

“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।”— এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় গণঅধিকার পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার–৪ আসনের এমপি প্রার্থী মোঃ হারুনুর রশিদ।

র‌্যালিটি শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়। পরে রাতে ভানুগাছ রোডস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টের পার্টি হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।

সভায় সভাপতিত্ব করেন, মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ও উপজেলা সভাপতি মোঃ হারুনুর রশিদ, এবং পরিচালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ অপু রায়হান।

এ সময় সভায় আরও বক্তব্য রাখেন— জেলা সহ-সভাপতি নাহিদা খানম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আমির আলী, ছাত্র অধিকার পরিষদের নেতা নূর হোসেন ও মোঃ রায়হান আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ হোসেন, কমলগঞ্জের গণনেতা ডা. শেখ আনোয়ার হোসেন, এবং ছাত্র অধিকার পরিষদের নেতা মোঃ জুবায়ের আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হারুনুর রশিদকে বিজয়ী করার আহ্বান জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

ঝিনাইদহের চারটি আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝিনাইদহ-১ (শৈলকূপা), ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু), ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের প্রার্থীরা রবিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং ক

১২ ঘণ্টা আগে

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, রাজনীতি আমরা ন্যায়ের পক্ষে করতে চাই। দলের কেউ অন্যায় করলে তার পক্ষে থাকবে না। দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ জিডিপি যথেষ্ট বড়, সঠিকভা

১৩ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফ উদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

১৫ ঘণ্টা আগে

ভোট গ্রহণের নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই গণসংযোগ ও স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

১৫ ঘণ্টা আগে