তাসনিম জারার একাউন্টে স্রোতের মতো অনুদান!

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ডা. তাসনিম জারা।

ঢাকা-৯ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. তাসনিম জারার অনন্য নির্বাচনী অর্থসংগ্রহে জনসাধারণের বিপুল সাড়া পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্বাচনী ব্যয়ের জন্য সহায়তা চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ টাকা অনুদান জমা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় তিনি জানিয়ে দেন, মাত্র সাত ঘণ্টায় ১২ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন। তার লক্ষ্য ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা, যার মধ্যে ৩৪ লাখ টাকা সংগ্রহ হলে ফান্ডরেইজিং বন্ধ হবে। অনুদানের বড় অংশ এসেছে খুব ছোট অঙ্কে—৫, ১০, ২০ বা ৫০ টাকার মতো। শিক্ষার্থী ও সাধারণ মানুষ সামর্থ্য অনুযায়ী অর্থ পাঠিয়ে পাশে দাঁড়িয়েছেন।

ডা. তাসনিম জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর খোলা হয়েছে। প্রতিটি টাকার হিসাব প্রমাণসহ জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রার্থীরা কোটি কোটি টাকা ব্যয় করেন, যা নির্বাচনের পর চাঁদাবাজি ও টেন্ডারবাজির পথে নিয়ে যায়। তিনি এই চক্র ভাঙতে আইনসম্মত সীমার মধ্যে নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।

ডা. তাসনিম জারার বক্তব্য,

“নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনীতির অর্থায়নের ধরন বদলাতে হবে। সেই পরিবর্তনের শক্তি আসবে সাধারণ মানুষের কাছ থেকেই।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ সুপারিশের অনেক অংশ অব্যবহৃত রেখেছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার।

৪ মিনিট আগে

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় শরিকদের প্রার্থী তালিকা প্রকাশ করেন। জাতীয় পার্টি (কাজী জাফর), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদ, এনডিএমসহ অন্যান্য শরিক দল এই আসনগুলোতে নিজেদের প্রার্থী দেবে

৩১ মিনিট আগে

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা ও জাতীয় পার্টির প্রাক্তন এমপি প্রার্থী সোমনাথ দে। এই মনোনয়নের পর স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

১ ঘণ্টা আগে

দীর্ঘ প্রবাসজীবনের ইতি টেনে প্রায় দেড় দশক পর দেশের রাজনীতির মঞ্চে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী থাকলে বৃহস্পত

৪ ঘণ্টা আগে