বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনও চাঁদাবাজির সাথে জড়িত নয়, আর কারও বিরুদ্ধে এমন কোন প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো। এমন কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ।

সোমবার (১৯ মে) দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, জুলাই-আগস্টে আহতের তালিকা আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে করা হয়েছে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ড দেয়া হয়েছে। কিন্তু এ বিষয়টি নিয়ে কিছু কুচক্রী মহল প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। সেখানে আবেদনের সাথে হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ডকুমেন্ট দাখিল করে যাচাই বাছাই শেষে আমার নাম জুলাই-আগস্টে আহতের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এটা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। তবে আমি বলবো প্রশ্নটি যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব করেন, এতে ভালো হয়।

সাব্বির হোসেন সোহাগ বলেন, যারা আহতের তালিকা নিয়ে প্রশ্ন করছেন তারা তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেননি। আমাদের কাছে এমন কোন প্রমাণ নেই। আমরা কয়েকবার যাচাই-বাছাই করে আহতদের তালিকা করা হয়েছে।

ঘটনার কয়েকমাস পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারজুক আব্দুল্লাহ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ২ শতাধিক ব্যক্তির নামে যে মামলাটি করেছেন সে বিষয়ে সাব্বির হোসেন বলেন, মারজুক আব্দুল্লাহ ব্যক্তি হিসেবে মামলাটি করেছেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব।মামলায় তিনি যে পদ ব্যবহার করেছেন সেটি যেমন আমরা জানতাম না, তেমনি আমাদের কেউ এর সাথে সংশ্লিষ্টও নেই।

তিনি বলেন, বরিশালে রাজনৈতিকভাবে আরও কয়েকটি মামলা হয়েছে। মামলা করতে অনেক দিন সময় লাগতেই পারে, তবে এটি যে মারজুক আব্দুল্লাহ একা করেছে সেটা নিয়ে আমারও সন্দেহ রয়েছে, এটা তদন্ত করা যেতে পারে। এই মামলার সাথে কারা জড়িত, কারা নিরপরাধ কয়েকজনকে এর সাথে যুক্ত করে দিয়েছে এগুলো খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা যেতে পারে। কিন্তু মামলা যে করা ঠিক হয়নি এমন কোন মূল্যায়ন আমি করবো না। আমি বলবো যারা অপরাধী তাদের শাস্তি পেতেই হবে এবং শাস্তি পাওয়ার জন্য মামলাটি হয়েছে। সমস্যা হলো কয়েকজন নিরপরাধ ব্যক্তি মামলায় দিয়েছে, আমরা অবগত থাকলে হয়ত এমনটা হতো না।

তিনি বলেন, মামলার বিষয়টি নিয়ে রোববার সন্ধ্যায় বিএম কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই বিএম কলেজের ছাত্র এটা আমরা নিশ্চিত। রোববারের ঘটনা বিএম কলেজে ক্যাম্পাসের সুষ্ঠু শিক্ষার পরিবেশ সম্পর্কে একটা সতর্ক বার্তা। কারণ মামলা করেছে মারজুক আব্দুল্লাহ, দোষত্রুটি তার থাকতে পারে। সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরাই এ মামলার ব্যাপারে বিব্রত।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জুলাই যোদ্ধা নামে কোন ব্যানারের বিষয়ে আমি অবগত নই এবং সাংবাদিকদের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে তার জন্য সত্যিই দুঃখ প্রকাশ করছি। কারণ যারা আমাদের জুলাই আন্দোলনে পাশে ছিল, সহযোগিতা করেছে তাদের নিয়ে এমন অপপ্রচার বা দুঃসাহসিকতা করার আগে একটা বার হলেও ভাবা উচিত ছিল। এটা সত্যিই নিন্দনীয় কাজ।

তিনি বলেন, কেউ যদি কাউকে বলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ করেছে তা বললেই হবে না, এর সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। আমরা অনেক ছাত্রলীগের নেতাকর্মীকে আমাদের সাথে আন্দোলন করতে দেখেছি এবং সরকার পতনের জন্যও আন্দোলন করেছে। এখন কি আমরা তাদের সাইড করে দিব কিংবা মামলায় ঢুকিয়ে দিব?যারা আমাদের সাথে ছিল তাদের যথেষ্ট প্রমাণ সাপেক্ষেই আমাদের সাথে রাখবো। আর যদি কেউ মুখে বলে ছিলাম কিন্তু প্রমাণ দেখাতে পারবে না, তার বিষয়ে কোন কথা নেই। আমরা তো বলেছি অন্যায়ের সাথে কোন আপোষ করবো না। যারা অপরাধী তাদের শাস্তি পেতেই হবে, আমরাও এ কাজে সর্বোচ্চ সহযোগিতা করবো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

২ ঘণ্টা আগে

এই মনোনয়ন প্রাপ্তি আমার প্রতি জাতীয়তাবাদী দল বিএনপির আস্থা ও তৃণমূলের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করি

৩ ঘণ্টা আগে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় নেই ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। এ বিষয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন তিনি

৩ ঘণ্টা আগে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য চুড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে নীলফামারীর চারটি আসনের মধ্যে দুইটি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি

৪ ঘণ্টা আগে