পঞ্চগড়ে ৫ দফা দাবীতে রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদসারার সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, সিনিয়র সহ সভাপতি মাওলানা কারী আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার করতে হবে।বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

৫ দফা দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

এদিকে, একই দাবিতে জেলা শহরের বকুলতলা এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহ সভাপতি শামসুজ্জামান নয়ন সাংগঠনিক কামাল হোসেন পাটোয়ারী, যুব জাগপার সভাপতি কামরুজ্জামান কুয়েত সহ শতাধিক দলীয় নেতাকর্মী অংশ নেন।

এছাড়া একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা। সংগঠনটির জেলা সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিনের নেতৃত্বে জেলা শহরের রাজনগড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় দলটির নেতারা বক্তব্য রাখেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)

১৮ ঘণ্টা আগে

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও রূপসা উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ চলাকালে যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পারভেজ মল্লিককে অবরুদ্ধ রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল

১৯ ঘণ্টা আগে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই

১৯ ঘণ্টা আগে

সম্প্রতি শামীম তালুকদার, দুলাল উদ্দিন ও মুর্শেদ আলম সরিষাবাড়ী থানায় পৃথক কয়েকটি সাধারন ডায়েরী করেন। সেই সাথে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি

২০ ঘণ্টা আগে