আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক

প্রতিনিধি
বরিশাল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সামনে, স্বাস্থ্য খাতের সংস্কারে দাবিতে আন্দোলনের যুক্ত থাকা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর লাঠিচার্জ সহ বিভিন্নভাবে হামলা চালানো হয়েছে। এই হামলার ঘটনার প্রতিবাদে রোববার ( ১৭ আগস্ট) বেলা ১১ টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ মিলে মিছিল বের করা হবে। এই কর্মসূচিতে সকল স্তরের মানুষদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন দেশের খ্যাতিমান ছাত্রনেতা ও আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি। শনিবার ( ১৬ আগস্ট) বেলা বারোটায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বসে এ কথা বলেন।

তিনি জানিয়েছেন, দেশের স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য প্রত্যেক জায়গা থেকে আন্দোলন গড়ে তুলুন।'

তিনি বলেন, স্বাস্থ্য খাতের এই ভয়াবহ সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে এবং দালালমুক্ত সিন্ডিকেট মুক্ত স্বাস্থ্য খাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এ আন্দোলনের সাথে শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবক ও শ্রমজীবী মানুষ সহ সব শ্রেণি-পেশার মানুষই সম্পৃক্ত রয়েছে। আন্দোলনের গত ২০ দিনে ঘটে গেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

তারা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর হামলা করেছে লাঠিচার্জ করেছে তা বরিশালের মানুষ সহ সারা দেশের সবাই অবগত আছে। আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি। যে সিন্ডিকেট গুষ্টির বিরুদ্ধে আমরা নেমেছি,সেই দালাল চক্র আমাদের স্কুল শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

তারা আমাদের উপর হামলা করার পরে রাতের বেলা পরিচালকসহ সকল স্টাফ ও দালালদের নিয়ে বুনো উল্লাস করেছে। খিচুড়ি পার্টির আয়োজন করেছে। আপনারা জানেন গতকাল ছিল ১৫ আগস্ট, তারা ১৫ আগস্ট উপলক্ষ্যে আগের দিন রাতেই কাঙ্গালির ভোজের আয়োজন করেছে। এবং পরের দিন ১৫ই আগস্ট দুপুর বেলায় তেহেরি পার্টি করেছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

স্বাস্থ্যের ডিজি বরিশালে আসার পর উনি যে উসকানি দিয়েছে। তার নির্দেশেই পরিচালকের সংশ্লিষ্টতা এই হামলাটি তারা ঘটিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার পূর্ণ বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে। আমাদের ভাই-বোনদের উপর এবং আমাদের মায়ের উপর যে হামলা হয়েছে আমরা তার পূর্ণ বিচার চাচ্ছি। আমরা প্রত্যেকের কাছে বলতে চাই আমরা কাউকে ভয় পাই না, আমাদেরকে যত মারবেন আমরা তত সংগঠিত হব। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। গত ২৪ এর আন্দোলনে আমরা তার প্রমাণ দিয়েছি। আমাদের এই আন্দোলন স্থগিত করিনি। দালালমুক্ত সিন্ডিকেট মুক্ত স্বাস্থ্য খাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অন্যান্য দল নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার রেজওয়ানুল ইসলাম রনি (৪২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

৬ ঘণ্টা আগে

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের প্রায় ২ শতাধিক নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছে

৬ ঘণ্টা আগে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন

৬ ঘণ্টা আগে

চার বছর পর রাজশাহী মহানগর বিএনপিতে ঘোষণা হলো আংশিক কমিটি। ২০২১ সালের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। দীর্ঘ স্থবিরতা ও নেতৃত্ব সংকট পেরিয়ে নতুন কমিটিতে ফের প্রাণ ফিরেছে রাজশাহী বিএনপিতে

৬ ঘণ্টা আগে