কুমিল্লা
কুমিল্লার মুরাদনগরে একই দিনে ভিন্ন ভিন্ন স্থানে পাল্টাপাল্টি জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এই দুটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
জনসভাকে ঘিরে দুই পক্ষই চালাচ্ছে জোর প্রচার-প্রচারণা। উভয় দলের নেতারাই বলছেন, তাদের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।
বিএনপির মুরাদনগর উপজেলা শাখা তাদের জনসভার আয়োজন করেছে আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
অন্যদিকে, এনসিপির বাঙ্গরা বাজার থানা শাখা তাদের সমাবেশ ডেকেছে পার্শ্ববর্তী আকবপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাইস্কুল মাঠে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা মো. বিল্লাল হোসেন মাস্টার।
দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, সবকিছু এখনো নিয়ন্ত্রণে রয়েছে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, "বিএনপি ও এনসিপির নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। তবে নিরাপত্তা জোরদারে দুই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।"
এদিকে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানিয়েছেন, “দুটি সমাবেশই ভিন্ন ভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এলাকার পরিবেশ স্বাভাবিক। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন থাকবে।”
বিএনপির সমাবেশ প্রসঙ্গে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল, তাদের স্বাগত জানাই। তবে তারা বিএনপির প্রতিপক্ষ নয়। যদি সুষ্ঠু নির্বাচন হয়, কায়কোবাদ ৯০ শতাংশ ভোটে জয়ী হবেন।”
অন্যদিকে, এনসিপির জনসভা নিয়ে আশাবাদী দলটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবাইদুল হক সিদ্দিকী বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ। এই জনসভা হবে আমাদের জনপ্রিয়তা প্রমাণের মঞ্চ।”
একই দিনে দুটি রাজনৈতিক দলের পৃথক জনসভা- যদিও ভিন্ন ভেন্যুতে- তবু স্থানীয়দের মাঝে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে প্রশাসন বলছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
কুমিল্লার মুরাদনগরে একই দিনে ভিন্ন ভিন্ন স্থানে পাল্টাপাল্টি জনসভার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে এই দুটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
জনসভাকে ঘিরে দুই পক্ষই চালাচ্ছে জোর প্রচার-প্রচারণা। উভয় দলের নেতারাই বলছেন, তাদের সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে।
বিএনপির মুরাদনগর উপজেলা শাখা তাদের জনসভার আয়োজন করেছে আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
অন্যদিকে, এনসিপির বাঙ্গরা বাজার থানা শাখা তাদের সমাবেশ ডেকেছে পার্শ্ববর্তী আকবপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাইস্কুল মাঠে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা মো. বিল্লাল হোসেন মাস্টার।
দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, সবকিছু এখনো নিয়ন্ত্রণে রয়েছে। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, "বিএনপি ও এনসিপির নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে। তবে নিরাপত্তা জোরদারে দুই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।"
এদিকে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানিয়েছেন, “দুটি সমাবেশই ভিন্ন ভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এলাকার পরিবেশ স্বাভাবিক। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন থাকবে।”
বিএনপির সমাবেশ প্রসঙ্গে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি নতুন দল, তাদের স্বাগত জানাই। তবে তারা বিএনপির প্রতিপক্ষ নয়। যদি সুষ্ঠু নির্বাচন হয়, কায়কোবাদ ৯০ শতাংশ ভোটে জয়ী হবেন।”
অন্যদিকে, এনসিপির জনসভা নিয়ে আশাবাদী দলটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবাইদুল হক সিদ্দিকী বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ। এই জনসভা হবে আমাদের জনপ্রিয়তা প্রমাণের মঞ্চ।”
একই দিনে দুটি রাজনৈতিক দলের পৃথক জনসভা- যদিও ভিন্ন ভেন্যুতে- তবু স্থানীয়দের মাঝে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে প্রশাসন বলছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক কাঠামোয় প্রবেশ সম্ভব নয়। এ লক্ষ্যে তারা জাতীয় ঐকমত্য কমিশনে বেশ কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে- একজন ব্যক্তি একবার প্রধানমন্ত্রী হলে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হতে পারবেন না এবং কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পার
২ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কয়েকদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। আর সেটি কেন্দ্র করে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার সেই রহস্যের জট খুললেন তিনি।
৬ ঘণ্টা আগেআমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।
৬ ঘণ্টা আগেবরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
৯ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক কাঠামোয় প্রবেশ সম্ভব নয়। এ লক্ষ্যে তারা জাতীয় ঐকমত্য কমিশনে বেশ কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে রয়েছে- একজন ব্যক্তি একবার প্রধানমন্ত্রী হলে পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হতে পারবেন না এবং কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পার
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ কয়েকদিন আগে ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন ‘ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিস’। আর সেটি কেন্দ্র করে কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার সেই রহস্যের জট খুললেন তিনি।
আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।