আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা

প্রতিনিধি
টঙ্গি, গাজীপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৩৮
Thumbnail image
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। আজ রবিবার দুপুর ১২টা ৩৭ মিনিটে শুরু হওয়া এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেম মাওলানা ইউসুফ বিন সাদ। তার দোয়া বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে দেশ–বিদেশ থেকে আগত মুসল্লিরা বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। মোনাজাত চলাকালে পুরো ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকা ‘আমিন আমিন‘ ধ্বনিতে মুখর হয়ে ওঠে।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। এরপর তিন দিনব্যাপী ধর্মীয় আলোচনা, তাবলিগের দাওয়াতি কার্যক্রম, বয়ান ও ইবাদতের মধ্য দিয়ে সময় কাটান মুসল্লিরা।

আজ রবিবার ফজরের নামাজের পর দিল্লির মাওলানা মোরসালিন বয়ান করেন, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান, যা পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ।

আখেরি মোনাজাত শেষে ধীরে ধীরে ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা। কেউ ফিরে যাচ্ছেন নিজ নিজ এলাকায়, কেউ বা যোগ দিচ্ছেন তাবলিগ জামাতের দাওয়াতি সফরে। ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও মুসল্লিদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে কিছুটা যানজটের সৃষ্টি হয়।

এর আগে গত ৩১ জানুয়ারি থেকে একই ময়দানে মাওলানা জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ইসলাম নিয়ে আরও পড়ুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১১টি লোহার দানবাক্স খোলা হয়েছে । ৪ মাস ১২ দিন পর আজ শনিবার সকাল ৭টায় এ দানবাক্সগুলো খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। এখন গণনা চলছে।

৭ দিন আগে

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বলেন, অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে।

১১ দিন আগে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর স্নানোৎসব এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

১৪ দিন আগে