গাজীপুর
টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের শূরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এই আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়।
মোনাজাতের প্রথম দিকে কোরআনের আয়াত ও উর্দুতে দোয়া করা হয়। এরপর ১৯ মিনিট বাংলায় দোয়া পরিচালনা করা হয়।
আখেরি মোনাজাতে দেশ-বিদেশ থেকে আসা প্রায় ৩০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মোনাজাতে বিশ্ব উম্মাহর ঐক্য, ইসলামের প্রচার-প্রসার, মানবতার কল্যাণ, শান্তি এবং দুনিয়া ও আখিরাতের মুক্তি কামনা করা হয়। মোনাজাত চলাকালে তুরাগতীরে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।
এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক সাহেব। সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করেন হিন্দুস্তানের মাওলানা আবদুর রহমান। আখেরি মোনাজাতের আগে গুরুত্বপূর্ণ নসিহত দেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
ইজতেমার আয়োজক কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ইজতেমা ময়দান ত্যাগ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যানজট নিরসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছেন।
এদিকে ইজতেমায় অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে ভোর থেকেই মুসল্লিরা তুরাগতীরে ভিড় জমিয়েছিলেন। আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইজতেমায় অংশ নিতে পারেন।
এর আগে গত শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে তাবলিগ জামাতের জুবায়ের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রথম ধাপ শুরু হয়। ২ ফেব্রুয়ারি আখের মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি বাদ ফজর থেকে তাদের দ্বিতীয় ধাপের আয়োজন শুরু হয়। তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।
এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের শূরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এই আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়।
মোনাজাতের প্রথম দিকে কোরআনের আয়াত ও উর্দুতে দোয়া করা হয়। এরপর ১৯ মিনিট বাংলায় দোয়া পরিচালনা করা হয়।
আখেরি মোনাজাতে দেশ-বিদেশ থেকে আসা প্রায় ৩০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। মোনাজাতে বিশ্ব উম্মাহর ঐক্য, ইসলামের প্রচার-প্রসার, মানবতার কল্যাণ, শান্তি এবং দুনিয়া ও আখিরাতের মুক্তি কামনা করা হয়। মোনাজাত চলাকালে তুরাগতীরে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ, অনেক মুসল্লি কান্নায় ভেঙে পড়েন।
এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক সাহেব। সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করেন হিন্দুস্তানের মাওলানা আবদুর রহমান। আখেরি মোনাজাতের আগে গুরুত্বপূর্ণ নসিহত দেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।
ইজতেমার আয়োজক কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, মোনাজাত শেষে মুসল্লিরা ধীরে ধীরে ইজতেমা ময়দান ত্যাগ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যানজট নিরসনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছেন।
এদিকে ইজতেমায় অংশ নিতে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে ভোর থেকেই মুসল্লিরা তুরাগতীরে ভিড় জমিয়েছিলেন। আখেরি মোনাজাত উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যান চলাচল নিয়ন্ত্রিত ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইজতেমায় অংশ নিতে পারেন।
এর আগে গত শুক্রবার (৩০ জানুয়ারি) থেকে তাবলিগ জামাতের জুবায়ের অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে প্রথম ধাপ শুরু হয়। ২ ফেব্রুয়ারি আখের মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি বাদ ফজর থেকে তাদের দ্বিতীয় ধাপের আয়োজন শুরু হয়। তিন দিনব্যাপী এ ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন।
এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১১টি লোহার দানবাক্স খোলা হয়েছে । ৪ মাস ১২ দিন পর আজ শনিবার সকাল ৭টায় এ দানবাক্সগুলো খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। এখন গণনা চলছে।
৭ দিন আগেচলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বলেন, অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে।
১১ দিন আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর স্নানোৎসব এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ দিন আগেকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১১টি লোহার দানবাক্স খোলা হয়েছে । ৪ মাস ১২ দিন পর আজ শনিবার সকাল ৭টায় এ দানবাক্সগুলো খুলে ২৮ বস্তা টাকা পাওয়া যায়। এখন গণনা চলছে।
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বলেন, অল্প কিছুদিনের মধ্যেই ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর স্নানোৎসব এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।