শ্যামনগরে কথিত পীর গ্রেপ্তার

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image

শ্যামনগরের আলোচিত কথিত ‘পীর’ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় মঙ্গলবার সকালে তাকে নিজ আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী ও জামাতা মো. আবু নাইমকেও গ্রেপ্তার করা হয়।

এর আগে প্রতারণাসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে শ্যামনগরের শংকরকাঠি গ্রামের সিদ্দিকুল ইসলাম নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। মিজানুর রহমান শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের মৃত দীনদার গাজীর ছেলে। আবু নাইম শরীয়তপুরের সখিপুর থানার মোল্যাবাজার গ্রামের নুরুল হুদার ছেলে।

নিজেকে আল্লাহ পাকের কুতুব ও ওলি দাবি করে মানুষের কাছ থেকে আর্থিক সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে মিজানুর রহমানের বিরুদ্ধে।

মামলার বাদী সিদ্দিকুল ইসলাম জানান, মিজানের নির্দেশনায় তার জামাতা আবু নাইম শরিয়তের মানদণ্ডে ওলীগণের হালত নামে একটি বই প্রকাশ করে। ওই বইয়ের বিভিন্ন অংশে আল্লাহ ও তার রাসুলের (সা.) প্রতি অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, সিদ্দিকুল ইসলামের দায়ের মামলার আসামি হিসেবে মিজানুর রহমান ও আবু নাইমকে গ্রেপ্তার করা হয়েছে।

বইয়ের মাধ্যমে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে মামলা হয়।

এদিকে ‘ভন্ড’ পীর মিজানকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শ্যামনগরে আনন্দ মিছিল করে সাধারণ মানুষ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ইসলাম নিয়ে আরও পড়ুন

দীর্ঘ ১৬ বছর পর আবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমামের দায়িত্বে ফিরেছেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঈদগাহ ময়দান কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

১ দিন আগে

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে রমজান মাস। চট্টগ্রামের আকাশে মাহে রমজানের চাঁদ প্রথম দেখা গেছে। এরপর অন্যান্য জেলা থেকেও দেখা গেছে ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র রমজানের চাঁদ। সেই হিসেবে আজ শনিবার রাতে তারাবির নামাজ পড়বে ধর্মপ্রান মুসল্লিরা।

২ দিন আগে

পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নিতে বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ শনিবার সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে হবে এই বৈঠক। বৈঠকের সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

৩ দিন আগে

বিশ্ববরেণ্য ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এক ওয়াজ মাহফিলে বয়ান পেশ করার কথা রয়েছে। এই মাহফিল কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম উপলক্ষে আয়োজন সম্পন্ন করেছে মাহফিল কমিটি।

১০ দিন আগে