পঞ্চগড়ে হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুণী স্নান উৎসব শুরু

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১১: ১৮
Thumbnail image

পঞ্চগড় জেলার বোদা উপজেলার করোতোয়া নদীর বোয়ালমারী ঘাটে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের তিন দিনব্যাপী বারুনী মহাস্নান উৎসব।

বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী এই স্নান উৎসব চলবে। স্নান উৎসবকে কেন্দ্র করে পূণ্যার্থী ও ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে স্থানটি। প্রতি বছরের মতো এবারও মহাস্নান চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত।

পঞ্চগড় সহ আশপাশের জেলাগুলো থেকে হিন্দু সম্প্রদায়ের কয়েক লাখ পুণ্যার্থী ও ভক্তরা করতোয়া নদীর এই উত্তরমুখী স্রোতের এই স্থানে স্নান করতে আসেন।

কথিত আছে, মহাদেবের স্ত্রী পার্বতীর মৃতদেহ এ স্থানে স্নান করায় সেইকাল থেকে করোতোয়া নদীর উত্তর স্রোতধারায় প্রবাহিত এই স্থানে পূণ্যার্থী ও ভক্তরা জাতি-বর্ণ নির্বিশেষে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি লগ্নে স্নান ও পিতৃতর্পণ করে নিজে পবিত্র ও পিতা মাতার মঙ্গলার্থে মাথা ছাটাই করা ও দানাদি করে থাকেন। করতোয়া নদীর এ স্থানে এসে নদীটি প্রায় ১ কিলোমিটার পর্যন্ত উত্তরদিকে প্রবাহিত হয়।

দেহ-মন থেকে পাপ মোচনের আশায় অনেকে মাথার চুল বিসর্জন দিয়ে পূজার্চনা করেন। হিন্দু ধর্মাবলম্বীরা সংকল্প বাক্য স্নানমন্ত্র পাঠ করে হাতে বেল পাতা ফুল ধান দূর্বা হরিতকী কাঁচা আম, ডাব, কলা ইত্যাদি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন।

পূণ্যস্নান উপলক্ষে এখানে বসেছে বারুনী মেলা। স্থানীয় মন্দির কমিটি এই মেলার আয়োজন করে।

পঞ্চগড় পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী জানান, বারুনী স্নান উৎসবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, আনসার ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি পঞ্চগড় জেলা পুলিশ মোতায়েন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সনাতন নিয়ে আরও পড়ুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথমবারের মতো পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত আজ ৩১ মার্চ (সোমবার) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। প্রতি বছর ঈদের জামাত কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম ব্যাপক সংখ্যক লোকদের অংশ নেওয়ার সুযোগ করে দিতে কেন্দ্রীয় মাঠে ঈদ জামাত আয়োজন করা হয়।

৪ দিন আগে

প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদ পালন করেছেন ভোলার ২০ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। আজ রবিবার (৩০মার্চ) সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

৪ দিন আগে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২০টি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টায় সদর উপজেলার ভাড়ুখালি আহলে সুন্নত আল জামাত জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা হাববুর রহমান।

৫ দিন আগে