৯ জনের দলকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

লা লিগায় রোববার (১৯ অক্টোবর) রাতের নাটকীয় এক ম্যাচে গেতাফের বিপক্ষে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। একের পর এক লাল কার্ডে বিপর্যস্ত হয়ে পড়া গেতাফের বিপক্ষে জাবি আলোন্সোর দল ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে ফিরে এসেছে শীর্ষে। একটু পর লাল কার্ড পেলেন গেতাফের আরও একজন।

ম্যাচের ৭৭ থেকে ৮৪, সাত মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের দুই ফুটবলার। এর মাঝে গোলটি করেন কিলিয়ান এমবাপে। ৯ ম্যাচে ৮ জয়ে রেয়ালের পয়েন্ট হলো ২৪। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল শিরোপাধারী বার্সেলোনা।

রিয়ালের প্রথমার্ধের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এই অর্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির পর তুলনামূলক ভালো খেলে দলটি। ম্যাচে সব মিলিয়ে গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে রেয়াল। গেতাফের সাত শটের একটি লক্ষ্যে ছিল।

অষ্টম মিনিটে প্রথম সুযোগ পায় রেয়াল। একাদশে ফেরা রদ্রিগোর পাস ধরে বক্সে ঢুকে এমবাপের কোনাকুনি নিচু শট ঠেকান গেতাফে গোলরক্ষক। পরের মিনিটে বক্সের বাইরে থেকে ফরাসি তারকার শট লক্ষ্যে থাকেনি।

মাঝে অনেকটা সময় কোনো সুযোগই তৈরি করতে পারেনি রিয়াল। দ্বিতীয় শট লক্ষ্যে রাখতে পারে তারা ৩১তম মিনিটে, দুরূহ কোণ থেকে এমবাপের সেই প্রচেষ্টা অনায়াসে ঠেকান গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে দাভিদ আলাবার ফ্রি-কিক ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরছে।

২১ ঘণ্টা আগে

শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে গিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এ সফরে মেসির সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ সুইস সুয়ারেস ও রদ্রিগো দে পল।

৩ দিন আগে

রাজধানীর একটি আন্তর্জাতিক হোটেলে আজ অনুষ্ঠিত হলো বিপিএল ১২তম আসরের নিলাম, যেখানে অংশ নিয়েছে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস—মোট ৬টি ফ্র্যাঞ্চাইজি

১৬ দিন আগে

ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে উত্তেজনাপূর্ণ আবহে শেষ হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব ও ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার। উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শক উপস্থিতিতে খেলার উত্তেজনা মেলার পরিবেশ তৈরি হয়

১৭ দিন আগে