হামজা বরণে প্রস্তুত জাতীয় স্টেডিয়াম

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image

চার বছর ধরে জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ চালাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। ঘাসের বিষয়টি দেখভাল করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঠের পরিচর্যায় ব্যস্ত মাঠকর্মীরা। সব ঠিক থাকলে এখানে দেশের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন হামজা চৌধুরী।

১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ৩১ মে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। ২২ মের মধ্যে স্টেডিয়াম বুঝে পেতে ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে বাফুফে। আজমুল হক বলেন, ‘আমাদের প্রজেক্টটা ৩০ জুন পর্যন্ত। আমরা ইনশা আল্লাহ ৩০ মের ভেতর এটা (স্টেডিয়াম) বুঝিয়ে দেব। ২২ মে পর্যন্ত সময় নিলেও রং করার কিছু কাজ বাকি থাকতে পারে। সেটা আমরা ৩০ মের মধ্যে শেষ করতে পারব। আমাদের কাজ শেষ পর্যায়ে। ঘাসের কাজটা বাফুফে নিজস্বভাবে করছে, যেহেতু তারা এ ব্যাপারে বিশেষজ্ঞ।’

নতুন অবকাঠামোতে ২২ হাজার ৬৯০টি আসন রয়েছে গ্যালারিতে। সিঙ্গাপুর ম্যাচের জন্য ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। তবে হসপিটালিটি বক্সে চেয়ার বসানোর কাজ এখনো বাকি রয়েছে। এই প্রসঙ্গে ক্রীড়া পরিষদের সহকারী প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা বলেন, ‘ম্যাচের আগে কাজ সম্পন্ন না হওয়ার কিছু দেখছি না। সব কাজ শেষ পর্যায়ে আছে। তবে হসপিটালিটি বক্সে ৫৪০টি চেয়ার বসানো বাকি আছে। সেখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে। তারা চলে গেলে এই কাজ শেষ করতে মোটামুটি দুই সপ্তাহ লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

প্রিমিয়ার লিগে অভিষেকের উপলক্ষটা এর চেয়ে ভালো আর হতে পারত না তার। প্রিমিয়ার লিগের ইতিহাসে তার (১৬ বছর ৩৬১ দিন) চেয়ে কম বয়সে গোল আছে কেবল তিন জনের

১৪ ঘণ্টা আগে

শুধু ৫০০ উইকেট নয়, আরেকটি বিরল অর্জনও হলো সাকিবের। টি–টোয়েন্টি ক্রিকেটে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি ৭ হাজারের বেশি রান (৭,৫৪৯) এবং ৫০০ উইকেট একসঙ্গে পেয়েছেন। এর আগে ডোয়াইন ব্রাভোই ছিলেন একমাত্র ক্রিকেটার, যিনি ৫ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক

২ দিন আগে

টি–টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ২ অক্টোবর প্রথম ম্যাচের পর বাকি দুটি খেলা হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান অনেকদিন ধরেই আরব আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে খেলছে

২ দিন আগে

শুক্রবার (২২ আগস্ট) মৌসুমের দ্বিতীয় ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। দলের অন্যতম প্রধান তারকা কোল পালমার না থাকলেও নবাগত ফুটবলাররা এই জয়ে বড় অবদান রেখেছেন।

৩ দিন আগে