অনলাইন ডেস্ক

এখন থেকে দেশেই তৈরি হতে যাচ্ছে জাপানের মিতসুবিশি ও মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি। এসব গাড়ি তৈরি হচ্ছে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর গ্রামে র্যানকন ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প পার্কে অবস্থিত র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজের কারখানায়।
এর আগে এসব কারখানায় কেবল বিদেশ থেকে আনা গাড়ির যন্ত্রাংশ সংযোজন করা হলেও এখন থেকে গাড়ির মূলকাঠামো ও অন্যান্য অংশ রং করা, সেগুলো সংযোজন ও বাজারে ছাড়ার আগে বিভিন্ন ধরনের নিরীক্ষা সম্পন্ন হচ্ছে।
এসব কাজের জন্য এক বছর ধরে কারখানাটিকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয়েছে। এ জন্য বিনিয়োগ করা হয়েছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা। র্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা বলছেন, এ ধরনের স্থানীয় উৎপাদন দেশে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাশ্রয়ী দামে গাড়ি বিক্রিতে সহায়ক হবে।
মঙ্গলবার কাশিমপুরে র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজের কারখানাসহ র্যানকন শিল্পপার্কে এসব গাড়ি তৈরির কাজ চলছে। র্যানকনের কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গাড়ি উৎপাদনের নানা ধাপ ও প্রযুক্তির জন্য প্রায় ৫৭ একর জায়গায় অবস্থিত এই শিল্পপার্কে তিনটি পৃথক উৎপাদন ও সংযোজনের কারখানা রয়েছে। আরফ এগুলো হচ্ছে—র্যানকন মোটরবাইক, র্যানকন ইলেকট্রনিকস ও র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত র্যানকন মোটরবাইকের কারখানায় জাপানের সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজন করা হয়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত র্যানকনের ইলেকট্রনিকসের কারখানায় তোশিবা, এলজি, স্যামসাং ব্র্যান্ডের টেলিভিশন ও ফ্রিজ তৈরি এবং সংযোজন করা হয়। আর র্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় তৈরি হয় ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি। এই শিল্পপার্কের তিন কারখানায় বর্তমানে আট শতাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে।
কেমন গাড়ি উৎপাদিত হয়
র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিহাব আহমেদ জানান, ২০১৭ সালে জাপানের মিতসুবিশির আউটল্যান্ডার মডেলের গাড়ি সংযোজনের মধ্য দিয়ে র্যানকন অটোর যাত্রা শুরু হয়। বর্তমানে ৯৮ হাজার বর্গফুটের এ কারখানায় চার ধরনের গাড়ি সংযোজন করা হচ্ছে। এর মধ্যে মিতসুবিশির এক্সপ্যান্ডার মডেল ও প্রোটনের এক্স–৭০ মডেলের ব্যক্তিগত সংযোজন ও গাড়ি রং করা হয়। এ ছাড়া চীনের জ্যাক পিকআপ ট্রাক ও জার্মান প্রযুক্তিতে মার্সিডিজ–বেঞ্জের বাস সংযোজন করা হয়।
র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান জানান, বর্তমানে এ কারখানায় বছরে দুই হাজার ইউনিট মিতসুবিশি এক্সপেন্ডার গাড়ি, ৩০০ থেকে ৪০০ ইউনিট প্রোটন এক্স–৭০ গাড়ি, ৬০০ ইউনিট বাণিজ্যিক ট্রাক ও ৩৬০ ইউনিট বাণিজ্যিক মার্সিডিজ বাস উৎপাদনের সক্ষমতা রয়েছে।
বাণিজ্যিক বিক্রি শুরু কবে?
র্যানকনের কর্মকর্তারা জানান, বর্তমানে কারখানায় মিতসুবিশির এক্সপেন্ডার মডেল ও প্রোটনের এক্স–৭০ মডেলের ব্যক্তিগত গাড়ির পরীক্ষামূলক উৎপাদন চলছে। আগামী জুনে এ দুটি গাড়ির আনুষ্ঠানিক বাজারজাত শুরু হবে। দুটি গাড়ির মধ্যে প্রোটনের এক্স–৭০ মডেলটি পাঁচ আসনের। অন্যদিকে মিতসুবিশির এক্সপেন্ডার মডেলের গাড়িটি সাত আসনের মাল্টিপারপাস (এমপিভি)। অর্থাৎ পণ্য ও যাত্রী বহনের উপযোগী গাড়ি এটি। দেড় হাজার সিসির এ গাড়িটি শহরের অভ্যন্তরে চালালে প্রতি লিটার জ্বালানিতে ৮ থেকে ৯ কিলোমিটার চলবে। সব গাড়িতেই থাকবে পাঁচ বছরের গ্যারান্টি। তবে এসব গাড়ির দাম এখনো চূড়ান্ত করা হয়নি।

এখন থেকে দেশেই তৈরি হতে যাচ্ছে জাপানের মিতসুবিশি ও মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি। এসব গাড়ি তৈরি হচ্ছে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর গ্রামে র্যানকন ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প পার্কে অবস্থিত র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজের কারখানায়।
এর আগে এসব কারখানায় কেবল বিদেশ থেকে আনা গাড়ির যন্ত্রাংশ সংযোজন করা হলেও এখন থেকে গাড়ির মূলকাঠামো ও অন্যান্য অংশ রং করা, সেগুলো সংযোজন ও বাজারে ছাড়ার আগে বিভিন্ন ধরনের নিরীক্ষা সম্পন্ন হচ্ছে।
এসব কাজের জন্য এক বছর ধরে কারখানাটিকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হয়েছে। এ জন্য বিনিয়োগ করা হয়েছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা। র্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা বলছেন, এ ধরনের স্থানীয় উৎপাদন দেশে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাশ্রয়ী দামে গাড়ি বিক্রিতে সহায়ক হবে।
মঙ্গলবার কাশিমপুরে র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজের কারখানাসহ র্যানকন শিল্পপার্কে এসব গাড়ি তৈরির কাজ চলছে। র্যানকনের কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গাড়ি উৎপাদনের নানা ধাপ ও প্রযুক্তির জন্য প্রায় ৫৭ একর জায়গায় অবস্থিত এই শিল্পপার্কে তিনটি পৃথক উৎপাদন ও সংযোজনের কারখানা রয়েছে। আরফ এগুলো হচ্ছে—র্যানকন মোটরবাইক, র্যানকন ইলেকট্রনিকস ও র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত র্যানকন মোটরবাইকের কারখানায় জাপানের সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল সংযোজন করা হয়, ২০১৬ সালে প্রতিষ্ঠিত র্যানকনের ইলেকট্রনিকসের কারখানায় তোশিবা, এলজি, স্যামসাং ব্র্যান্ডের টেলিভিশন ও ফ্রিজ তৈরি এবং সংযোজন করা হয়। আর র্যানকন অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় তৈরি হয় ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি। এই শিল্পপার্কের তিন কারখানায় বর্তমানে আট শতাধিক মানুষের কর্মসংস্থান রয়েছে।
কেমন গাড়ি উৎপাদিত হয়
র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিহাব আহমেদ জানান, ২০১৭ সালে জাপানের মিতসুবিশির আউটল্যান্ডার মডেলের গাড়ি সংযোজনের মধ্য দিয়ে র্যানকন অটোর যাত্রা শুরু হয়। বর্তমানে ৯৮ হাজার বর্গফুটের এ কারখানায় চার ধরনের গাড়ি সংযোজন করা হচ্ছে। এর মধ্যে মিতসুবিশির এক্সপ্যান্ডার মডেল ও প্রোটনের এক্স–৭০ মডেলের ব্যক্তিগত সংযোজন ও গাড়ি রং করা হয়। এ ছাড়া চীনের জ্যাক পিকআপ ট্রাক ও জার্মান প্রযুক্তিতে মার্সিডিজ–বেঞ্জের বাস সংযোজন করা হয়।
র্যানকনের অটো ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান জানান, বর্তমানে এ কারখানায় বছরে দুই হাজার ইউনিট মিতসুবিশি এক্সপেন্ডার গাড়ি, ৩০০ থেকে ৪০০ ইউনিট প্রোটন এক্স–৭০ গাড়ি, ৬০০ ইউনিট বাণিজ্যিক ট্রাক ও ৩৬০ ইউনিট বাণিজ্যিক মার্সিডিজ বাস উৎপাদনের সক্ষমতা রয়েছে।
বাণিজ্যিক বিক্রি শুরু কবে?
র্যানকনের কর্মকর্তারা জানান, বর্তমানে কারখানায় মিতসুবিশির এক্সপেন্ডার মডেল ও প্রোটনের এক্স–৭০ মডেলের ব্যক্তিগত গাড়ির পরীক্ষামূলক উৎপাদন চলছে। আগামী জুনে এ দুটি গাড়ির আনুষ্ঠানিক বাজারজাত শুরু হবে। দুটি গাড়ির মধ্যে প্রোটনের এক্স–৭০ মডেলটি পাঁচ আসনের। অন্যদিকে মিতসুবিশির এক্সপেন্ডার মডেলের গাড়িটি সাত আসনের মাল্টিপারপাস (এমপিভি)। অর্থাৎ পণ্য ও যাত্রী বহনের উপযোগী গাড়ি এটি। দেড় হাজার সিসির এ গাড়িটি শহরের অভ্যন্তরে চালালে প্রতি লিটার জ্বালানিতে ৮ থেকে ৯ কিলোমিটার চলবে। সব গাড়িতেই থাকবে পাঁচ বছরের গ্যারান্টি। তবে এসব গাড়ির দাম এখনো চূড়ান্ত করা হয়নি।

স্বর্ণ ব্যবসায়ীদের বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। পাশাপাশি দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এন
১ দিন আগে
বাংলাদেশে স্বর্ণের বাজারে সাময়িক মূল্যহ্রাস ঘটেছে। প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমানোর পর ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে
১৩ দিন আগে
২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমেছে এবং ৭ দফা বৃদ্ধি পেয়েছে। এই দফা দাম অপরিবর্তিত থাকবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর দাম বাড়ানো হয়েছিল
০২ নভেম্বর ২০২৫
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন, যিনি দেশের একজন প্রখ্যাত উদ্যোক্তা
৩০ অক্টোবর ২০২৫স্বর্ণ ব্যবসায়ীদের বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। পাশাপাশি দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এন
বাংলাদেশে স্বর্ণের বাজারে সাময়িক মূল্যহ্রাস ঘটেছে। প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমানোর পর ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে
২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমেছে এবং ৭ দফা বৃদ্ধি পেয়েছে। এই দফা দাম অপরিবর্তিত থাকবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর দাম বাড়ানো হয়েছিল
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন, যিনি দেশের একজন প্রখ্যাত উদ্যোক্তা