প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image

ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রতি ১২ কেজি পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সরকার। ১৯ টাকা কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তি জারি করেছে।

আর নতুন এই দাম চলতি মে মাসের জন্য কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে এ বিষয়ে রবিবার এক বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দর ঘোষণা করেছে যা কিনা রোববার সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত মে (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির এই মূল্য সমন্বয় করা হয়েছে।

এদিকে এলপিজির সঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। মে মাসে ভোক্তা পর্যায়ে ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল দেশে এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি। আর গত ৩ মার্চ সেই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

বিষয়:

এলপিজি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শিল্প নিয়ে আরও পড়ুন

প্রাথমিকভাবে প্রস্তাবিত ৩৭ শতাংশ থেকে এই হার সামান্য কমানো হলেও ঢাকার প্রত্যাশার চেয়ে এটি অনেক বেশি।

৯ ঘণ্টা আগে

নতুন অর্থবছরের শুরুতেই সফলতার ইঙ্গিত দিচ্ছে মোংলা বন্দর। অর্থবছরের প্রথম কয়েকদিনে বন্দর চ্যানেলে এসেছে ১৪ টি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও পাওয়ার গ্রিড কোম্পানির যন্ত্রাংশবাহী দুটি গুরুত্বপূর্ণ জাহাজ রয়েছে।

৫ দিন আগে

দেশের শীর্ষস্থানীয় টেবিলওয়্যার প্রস্তুতকারক মুন্নো সিরামিক গ্যাস সরবরাহের অসঙ্গতির কারণে এক দশকেরও বেশি সময় ধরে উৎপাদন চ্যালেঞ্জ সহ্য করার পর পূর্ণ-স্কেল কার্যক্রমে ফিরে এসেছে। নিরবচ্ছিন্ন গ্যাস প্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে, কোম্পানিটি কেবল গতি ফিরে পায়নি বরং এগিয়েও গেছে, অভিজাত গ্রাহকদের বিস্তৃত

১৬ দিন আগে

সালটা ২০২১, তখন এখানে দোকান ছিল মাত্র ৬০টি। আর এখন দ্বিগুণের বেশি। মানুষ ভরসা করছে আমাদের প্রতি। শত শত মানুষ অনলাইনে এ পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন', বলেন রেজা খালিদ।

১৭ দিন আগে