বিজিএমইএ নির্বাচন ঘিরে উৎসবের আমেজ, দুই প্যানেলের মনোনয়ন জমা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনের আমেজ ইতোমধ্যে জমে উঠেছে। ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। শনিবার প্যানেল দুটি প্রার্থীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছে।

শনিবার সকালে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিজিএমইএ'র সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ'র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আনোয়ার উল আলম চৌধুরী। এছাড়া ফোরামের সভাপতি এম এ সালাম, ফোরামের মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী এবং প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ উপস্থিত ছিলেন।

এরপর সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালামও বিজিএমইএ সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ'র সাবেক সভাপতি ফারুক হাসান ও সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব।

এর আগে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএ সভাপতি আব্দুল মান্নান কচি বিদেশে পালিয়ে গেলে সমঝোতার ভিত্তিতে সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হয়। এতেও ফোরামের আপত্তি থাকায় পর্ষদ ভেঙে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নিয়োগ দেয় সরকার।

333333333

এদিকে মনোনয়নপত্র জমার পর ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ফোরাম মোটেও চিন্তিত নয়। আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সাধারণ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অতীতে এর ব্যত্যয় ঘটেছিল।

তিনি আরও বলেন, ফোরাম সদস্যদের সমর্থন নিয়ে নির্বাচিত হলে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিজিএমইএ তৈরি করবো। যেখানে সদস্যদের স্বার্থই প্রধান্য পাবে। একইসাথে শ্রমিকদের জীবনমান উন্নয়ন যেমন রেশনিং ব্যবস্থা, দুটি হাসপাতাল চালু নিয়ে কাজ করবো। পাশাপাশি ব্যবসার ব্যয় কমিয়ে আনার ব্যাপারে কাজ করবো। আমরা সাধারণ সদস্যদের আশ্বাসের ফুলঝুড়ি দেব না। যে কয়টি এজেন্ডা দেওয়া হবে, তার সবগুলোই পূরণ করা হবে।

মাহমুদ হাসান খান বলেন, অতীতে বিজিএমইএ'র সদস্য হওয়ার শর্ত যথাযথভাবে পরিপালন করা হয়নি। এবার পালন করা হয়েছে। তবে ভুয়া ভোটারদের ভোটাধিকার শতভাগ বাতিল করা হয়েছে তা বলা যাবে না। তবে এখন পর্যন্ত যাদের বাতিল করা হয়েছে তাতে আমরা একটা ভালো নির্বাচন আশা করছি।

তিনি আরও বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে ফোরাম প্যানেল গঠন করা হয়েছে। এবারের প্যানেলে বেশিরভাগই তরুণ। এক্ষেত্রে যারা ব্যবসায় আছে, ব্যবসা বোঝে এবং বিজিএমইএ-কে সময় দিতে পারবে তাদের প্রাধান্য দেওয়া হয়েছে।

ফোরামের প্যানেলে নির্বাচন করছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক রোজালিন ইসলাম। তিনি বলেন, অতীতে ফোরামের নেতৃত্বে সাধারণ গার্মেন্টস মালিকদের সমস্যা, প্রতিবন্ধকতাগুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে। সে কারণে ফোরামের সাথে যুক্ত হওয়া।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিজিএমইএ-সহ সবখানে কেমন নির্বাচন হয়েছে, সেটা সবাই দেখেছে। এবার সুষ্ঠু নির্বাচন দেখতে পাব বলে আশা করছি।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০২৫-২০২৭ মেয়াদে বিজিএমইএ'র পরিচালনা পর্ষদ নির্বাচন হবে আগামী ২৮ মে। ৩৫টি পরিচালক পদে নির্বাচন হবে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক হাজার ৮০৬ জন গার্মেন্ট মালিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শিল্প নিয়ে আরও পড়ুন

ভোলায় জনপ্রিয় হয়ে উঠছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় তেতুলিয়া নদী বা খালে ভাসমান খাঁচায় মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।

৬ দিন আগে

বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের নিয়মিত যাতায়াত অব্যাহত রয়েছে

১০ দিন আগে

সপ্তাহ ব্যবধানে ২ দশমিক ৩৬ শতাংশ আর মাস ব্যবধানে ৫ দশমিক ৮৭ শতাংশ বেড়ে প্রতি টন সূর্যমুখীর তেল বিক্রি হচ্ছে ৮২ ডলারে

১০ দিন আগে

আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পামওয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পামওয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল পূর্বের মতো লিটার ১৮৯ টাকা (বোতল) অপরিবর্তিত থাকবে

১৪ দিন আগে