সাময়িক বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি

প্রতিনিধি
দিনাজপুর
Thumbnail image
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আজ শনিবার (১৬ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার যথারীতি স্বাভাবিকভাবে চলছে।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমস বিভাগের সব কার্যক্রম আজ বন্ধ রয়েছে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, এই ছুটির দিন শেষে রোববার (১৭ আগস্ট) সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বন্দর এলাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ফলে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের নিয়মিত যাতায়াত অব্যাহত রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধর্মীয় উৎসব উপলক্ষে বন্দর ব্যবহারকারীদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়তে হয়, সে বিষয়েও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ববাণিজ্য নিয়ে আরও পড়ুন

স্বর্ণ ব্যবসায়ীদের বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। পাশাপাশি দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এন

২১ ঘণ্টা আগে

বাংলাদেশে স্বর্ণের বাজারে সাময়িক মূল্যহ্রাস ঘটেছে। প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৫০ টাকা কমানোর পর ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে

১৩ দিন আগে

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমেছে এবং ৭ দফা বৃদ্ধি পেয়েছে। এই দফা দাম অপরিবর্তিত থাকবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর দাম বাড়ানো হয়েছিল

০২ নভেম্বর ২০২৫

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন প্রতিষ্ঠাতা পরিচালক মো. বেলাল হোসেন, যিনি দেশের একজন প্রখ্যাত উদ্যোক্তা

৩০ অক্টোবর ২০২৫